৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে

1 day ago 7

দেশের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসক সংকট নিরসনে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এছাড়া বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের জন্য এরই মধ্যে পাবলিক সার্ভিস কমিশনে চিঠি দেওয়া হয়েছে।

পাশাপাশি বিভিন্ন বিসিএস থেকে আরও সাড়ে তিন হাজার চিকিৎসক নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সঙ্গে একাডেমিক পদায়নের জন্য সুপার নিউমারি পদ সৃষ্টি করছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট নাটোর সদর হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যবিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর এসব তথ্য জানান।

মহাপরিচালক সাংবাদিকদের বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত ৪০ জনকে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

এর আগে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। রোগীদের সমস্যা এবং চিকিৎসার খোঁজ নেন।

এসময় স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. হাবিবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি ডা. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রেজাউল করিম রেজা/জেডএইচ/জেআইএম

Read Entire Article