৫০ মিটারেও ইতিবাচক রাফি-যূথী

2 weeks ago 11

বুদাপেস্ট ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ব্যাকস্ট্রোকের পর ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টও ইতিবাচক হয়ে থাকল সামিউল ইসলাম রাফি এবং যূথী আক্তারের জন্য।

১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে জাতীয় রেকর্ডের চেয়ে ভালো টাইমিং করেছিলেন বাংলাদেশি দুই সাঁতারু। এবার ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রেকর্ড টাইমিংয়ের চেয়ে ভালো করেছেন দুজন। আসরে দেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়া দুই সাঁতারুই বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়। নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপে দুজন দুই বিভাগের সেরা সাঁতারুর স্বীকৃতি পেয়েছিলেন। সামিউল ইসলাম রাফি ৫ স্বর্ণ ও এক ব্রোঞ্জ জয়ের পথে ৩টি জাতীয় রেকর্ড গড়েছিলেন। যূথী আক্তার ৪ স্বর্ণজয়ের পথে ৩টি রেকর্ড গড়েছিলেন।

বুদাপেস্টে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৫.০৯ সেকেন্ড টাইমিং করেছেন সামিউল ইসলাম রাফি, যা আগের ক্যারিয়ারসেরা (২৬.৭৯ সেকেন্ড) থেকে ১.৭ সেকেন্ড কম। জাতীয় চ্যাম্পিয়নশিপে আগের ক্যারিয়ারসেরা টাইমিং করেছিলেন বাংলাদেশ নৌবাহিনীর এ সাঁতারু। আজ যূথী আক্তার ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্ট শেষ করেছেন ৩১.৯৪ সেকেন্ডে, যা ক্যারিয়ারসেরা (৩২.৭৪) টাইমিংয়ের চেয়ে ০.৮ সেকেন্ড কম। সামিউল ইসলাম রাফির মতো গত ৯ নভেম্বর জাতীয় চ্যাম্পিয়নশিপে এ রেকর্ড গড়েছিলেন যূথী আক্তার।

২৫ মিটার দূরত্বের পুলে বৃহস্পতিবার ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্ট দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। মিশন শেষে ১৬ ডিসেম্বর বাংলাদেশ দলের সদস্যদের বুদাপেস্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা। পরদিন তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

Read Entire Article