৫০০ টাকা তুলতে গিয়ে কোটিপতি হয়েছেন এক স্কুলশিক্ষার্থী। তবে তা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। আবার আচমকাই সেই টাকা নিঃশেষ হয়েছে। কয়েক ঘণ্টার জন্য কোটিপতি হয়েছেন তিনি।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এটিএম থেকে ৫০০ টাকা তোলার পর ব্যাংকে টাকা চেক করতে গিয়ে হতবাক হয়ে পড়েন সাইফ আলি নামের এক শিক্ষার্থী। অ্যাকাউন্টে দেখেন ৮৯ কোটি ৬৫ লাখ টাকা। এরপর তিনি বাড়িতে সবাইকে বিষয়টি জানান। পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান।
চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের বিহারের মুজাফ্ফরপুরের সাকরা ব্লকের চন্দনপট্টি এলাকায়। আচমকা কোটিপতি হওয়া সাইফ নবম শ্রেণির শিক্ষার্থী।
আনন্দবাজার জানিয়েছে, সাইফ একটি ব্যক্তিগত কাজে সাইবার ক্যাফেতে গিয়েছিলেন। এরপর নিজের অ্যাকাউন্ট থেকে ৫০০ টাকা তোলেন। তখন দেখেন নিজের অ্যাকাউন্টে ৮৭ কোটির বেশি টাকা জমা রয়েছে। বিষয়টি দেখে নিজে বিশ্বাস করতে পারেননি। পরে ক্যাফের মালিকের পরামর্শে পারিবারকে বিষয়টি জানান। এরপর ব্যাংকের গ্রাহক সহায়তা কেন্দ্রে খোঁজ নিয়ে বিষয়টি সমাধান করেন তারা।
ব্যাংকে বিষয়টি জানানোর পর দেখা যায়, অতিরিক্ত জমা হওয়া অর্থ কেটে নেওয়া হয়েছে। ফলে অ্যাকাউন্টে মাত্র ৫৩২ টাকা জমা রয়েছে। মাত্র পাঁচ ঘণ্টার জন্য কোটিপতি হয়েছিলেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি সমাধান করা হয়েছে। এ ঘটনায় উত্তর বিহার গ্রামীণ তদন্ত শুরু করেছে। তবে কিভাবে এ ঘটনা ঘটেছে তা নিয়ে কিছু জানায়নি ব্যাংক।
সাইবার অপরাধ দমন বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানান, হয়তো কোনো সাইবার অপরাধী তার অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেন করেছে। ফলে টাকা জমা হওয়ার পর তা গায়েব হয়ে গেছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ করেনি তার পরিবার।