দীর্ঘদিন গোলের দেখা পাচ্ছিলেন না নেইমার। সৌদি আরব থেকে শৈশবের ক্লাব সান্তোসে এসে অবশেষে ৫০২ দিন পর গোল খরা কাটিয়েছেন। তাও আবার সেটা করতে পেরেছেন পেনাল্টি থেকে। স্কোরশিটে নেইমারের নাম লেখানোর দিনে সাও পাউলো স্টেট চ্যাম্পিয়নশিপে আগুয়া সান্তাকে ৩-১ গোলে হারিয়েছে সান্তোস।
সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল থেকে জানুয়ারিতে সান্তোসে যোগ দেওয়া নেইমার বক্সে ফাউলের শিকার হলে ১৪ মিনিটে স্পট কিক থেকে গোল... বিস্তারিত