চীনে এক বৃদ্ধের পেট থেকে ৫২ বছর পর আস্ত একটি টুথব্রাশ বের করা হয়েছে। ওই ব্যক্তির বয়স ৬৪ বছর। ১২ বছর বয়সে দাঁত মাজার সময় ব্রাশটি তার পেটে ঢুকে গিয়েছিল।
ইয়াং নামের ওই ব্যক্তির বাড়ি চীনের পূর্বাঞ্চলের আহুনি প্রদেশে।
তিনি বলেন, কিশোর বয়সে টুথব্রাশটি গিলে ফেলার পর ভয়ে সে কথা আর মা–বাবাকে বলতে সাহস পাননি। ভেবেছিলেন টুথব্রাশটি এমনিতেই গলে যাবে।
দীর্ঘদিন পেটের ভেতর সেটি নিয়েই দিব্যি চলাফেরা... বিস্তারিত