৫৪০ ডিগ্রি ক্যামেরা, অত্যাধুনিক সানরুফসহ আসছে নতুন মাহিন্দ্রা গাড়ির

মাহিন্দ্রা তাদের এসইউভি লাইনে নতুন সংযোজন হিসেবে বাজারে এনেছে এক্সইউভি ৭এক্সও। আধুনিক ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই গাড়িটি প্রথম দেখাতেই আলাদা করে নজর কাড়ে। ফিচারের দিক থেকে এতটাই সমৃদ্ধ যে এক ঝলক দেখলে অনেকেরই মনে হতে পারে এটি যেন একটি চলমান গ্যাজেট বক্স। গাড়িটির এক্সটেরিয়র ডিজাইনে বড় ধরনের পরিবর্তন না আনা হলেও এতে নতুন ১৯-ইঞ্চির অ্যালয় হুইল যুক্ত করা হয়েছে, যা এসইউভিটিকে আরও স্পোর্টি ও প্রিমিয়াম লুক দিয়েছে। আগের এক্সইউভি সিরিজের শক্তপোক্ত নকশা বজায় রেখেই আধুনিকতার ছোঁয়া যোগ করেছে মহিন্দ্রা। এক্সইউভি ৭এক্সও-এর আসল চমক লুকিয়ে আছে এর ইন্টেরিয়রে। কেবিনে রয়েছে তিনটি বড় ডিজিটাল স্ক্রিন, যা ড্রাইভিং ও ইনফোটেইনমেন্ট অভিজ্ঞতাকে আরও স্মার্ট করে তুলেছে। উন্নত কানেক্টিভিটি ও ডিজিটাল ইন্টারফেসের কারণে চালক ও যাত্রী দুজনেরই ব্যবহার সহজ হয়েছে। আরাম ও বিলাসিতার দিক থেকেও এই এসইউভি পিছিয়ে নেই। এতে দেওয়া হয়েছে ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিং সুবিধা এবং ডলবি অ্যাটমস সাপোর্টসহ ১৬-স্পিকার হারম্যান কার্ডন সাউন্ড সিস্টেম, যা কেবিনে প্রিমিয়াম অডিও অভিজ্ঞতা এনে দেয়। পাশাপাশি র

৫৪০ ডিগ্রি ক্যামেরা, অত্যাধুনিক সানরুফসহ আসছে নতুন মাহিন্দ্রা গাড়ির

মাহিন্দ্রা তাদের এসইউভি লাইনে নতুন সংযোজন হিসেবে বাজারে এনেছে এক্সইউভি ৭এক্সও। আধুনিক ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই গাড়িটি প্রথম দেখাতেই আলাদা করে নজর কাড়ে। ফিচারের দিক থেকে এতটাই সমৃদ্ধ যে এক ঝলক দেখলে অনেকেরই মনে হতে পারে এটি যেন একটি চলমান গ্যাজেট বক্স।

গাড়িটির এক্সটেরিয়র ডিজাইনে বড় ধরনের পরিবর্তন না আনা হলেও এতে নতুন ১৯-ইঞ্চির অ্যালয় হুইল যুক্ত করা হয়েছে, যা এসইউভিটিকে আরও স্পোর্টি ও প্রিমিয়াম লুক দিয়েছে। আগের এক্সইউভি সিরিজের শক্তপোক্ত নকশা বজায় রেখেই আধুনিকতার ছোঁয়া যোগ করেছে মহিন্দ্রা।

এক্সইউভি ৭এক্সও-এর আসল চমক লুকিয়ে আছে এর ইন্টেরিয়রে। কেবিনে রয়েছে তিনটি বড় ডিজিটাল স্ক্রিন, যা ড্রাইভিং ও ইনফোটেইনমেন্ট অভিজ্ঞতাকে আরও স্মার্ট করে তুলেছে। উন্নত কানেক্টিভিটি ও ডিজিটাল ইন্টারফেসের কারণে চালক ও যাত্রী দুজনেরই ব্যবহার সহজ হয়েছে।

আরাম ও বিলাসিতার দিক থেকেও এই এসইউভি পিছিয়ে নেই। এতে দেওয়া হয়েছে ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিং সুবিধা এবং ডলবি অ্যাটমস সাপোর্টসহ ১৬-স্পিকার হারম্যান কার্ডন সাউন্ড সিস্টেম, যা কেবিনে প্রিমিয়াম অডিও অভিজ্ঞতা এনে দেয়। পাশাপাশি রয়েছে বড় প্যানোরামিক সানরুফ, যা ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে।

নিরাপত্তা ব্যবস্থায় মাহিন্দ্রা এক্সইউভি ৭এক্সও এক ধাপ এগিয়ে। গাড়িটিতে রয়েছে ৫৪০ ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, অটো ইমার্জেন্সি ব্রেকিংসহ মোট ১৭টি এডিএএস ফিচার। সব মিলিয়ে এতে যুক্ত করা হয়েছে ৭৫টিরও বেশি সেফটি ফিচার, যা এই সেগমেন্টে এটিকে অন্যতম নিরাপদ এসইউভি হিসেবে প্রতিষ্ঠিত করে।

ফিচার ও প্রিমিয়াম ইন্টেরিয়রের কারণে এক্সইউভি ৭এক্সও মাঝারি আকারের এসইউভি সেগমেন্টে থাকা বেশ কয়েকটি জনপ্রিয় মডেলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে। আধুনিক প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের লক্ষ্য করেই মূলত এই গাড়িটি বাজারে এনেছে মাহিন্দ্রা। ভারতীয় বাজারে এই নতুন এসইউভির এক্স-শোরুম শুরুর দাম রাখা হয়েছে ১৩ লাখ ৬৬ হাজার রুপি।

আরও পড়ুন
পুরোনো গাড়ি কিনে জিততে চাইলে খেয়াল রাখুন ৩ বিষয়
কতদিন পর পর গাড়ি পরিষ্কার করানো ভালো

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow