পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ৬ বছরের এক শিশুকে মাথায় তুলে আছাড় মেরে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মোহাম্মদ আলী। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। তার বাবা আবু তাহের স্থানীয় অটোরিকশাচালক। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম। তিনি ইতালি প্রবাসী বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটির বাবা আবু তাহেরর সঙ্গে সম্প্রতি ইতালিপ্রবাসী জাহাঙ্গীর আলমের বিরোধ হয়। এ ঘটনার জেরে মাদ্রাসা থেকে ফেরার সময় জাহাঙ্গীর আলম শিশুটিকে মাথায় তুলে আছাড় মারেন। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবর সন্দ্বীপে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী কালবেলাকে বলেন, দুই পরিবারের পূর্ব বিরোধ ছিল। সে বিরোধের জেরে প্রতিপক্ষের ছেলে মাদ্রাসা থেকে আসার সময় রাস্তার ওপর আছাড় দিয়েছে জাহাঙ্গীর আলম। মাথায় আঘাতজনিত কারণে ছেলেটি মৃত্যুবরণ করে। তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।