৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিষয়টা হচ্ছে, আমাদেরই ত্রুটির কারণে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সেখানে (সৌদি আরব) গেছে। বহু বছর আগে, তখন হাতে লেখা পাসপোর্ট ছিল; প্রচুর দুর্নীতির অভিযোগও এর মধ্যে আছে। পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে যারা আমাদের পাসপোর্ট নিয়ে গেছে, সৌদিরা তাগিদ দিচ্ছে তাদের যেন আমাদের পাসপোর্ট নবায়ন করে দিই। একটা সিদ্ধান্ত যখন নেওয়া হয় কোনো দেশের পরিপ্রেক্ষিতে, সেখানে আরও অনেক স্বার্থসংশ্লিষ্ট কারণ থাকে। এটুকু শুধু জেনে রাখুন যে আমরা এটা চেষ্টা করেছিলাম যাতে করতে না হয়। কিন্তু আমাদের অন্যান্য স্বার্থের কারণে আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই ৬৯ হাজারকে বাংলাদেশের পাসপোর্ট দেব।’ তৌহিদ হোসেন বলেন, ‘শুনুন, পাসপোর্ট মানে এই না যে সে বাংলাদেশের নাগরিক। যেকোনো দেশের নাগরিককে পাসপোর্ট দেওয়া যায় এবং এর উদাহরণ পৃথিবীতে প্রচুর আছে। অন্য এক দেশের নাগরিককেও আ

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিষয়টা হচ্ছে, আমাদেরই ত্রুটির কারণে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সেখানে (সৌদি আরব) গেছে। বহু বছর আগে, তখন হাতে লেখা পাসপোর্ট ছিল; প্রচুর দুর্নীতির অভিযোগও এর মধ্যে আছে। পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে যারা আমাদের পাসপোর্ট নিয়ে গেছে, সৌদিরা তাগিদ দিচ্ছে তাদের যেন আমাদের পাসপোর্ট নবায়ন করে দিই। একটা সিদ্ধান্ত যখন নেওয়া হয় কোনো দেশের পরিপ্রেক্ষিতে, সেখানে আরও অনেক স্বার্থসংশ্লিষ্ট কারণ থাকে। এটুকু শুধু জেনে রাখুন যে আমরা এটা চেষ্টা করেছিলাম যাতে করতে না হয়। কিন্তু আমাদের অন্যান্য স্বার্থের কারণে আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই ৬৯ হাজারকে বাংলাদেশের পাসপোর্ট দেব।’ তৌহিদ হোসেন বলেন, ‘শুনুন, পাসপোর্ট মানে এই না যে সে বাংলাদেশের নাগরিক। যেকোনো দেশের নাগরিককে পাসপোর্ট দেওয়া যায় এবং এর উদাহরণ পৃথিবীতে প্রচুর আছে। অন্য এক দেশের নাগরিককেও আপনি পাসপোর্ট দিতে পারেন, একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকলে।’ সম্প্রতি প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের। এ বিষয়ে তিনি বলেন, ‘ওয়াশিংটন পোস্টে সম্প্রতি একটি নিবন্ধ এসেছে, যেখানে একটা অডিও ফাঁসের কথা বলা হচ্ছে। মার্কিন কূটনীতিক বলছেন যে অমুক দল ক্ষমতায় এসে অমুক আইন করতে চাইলে আমরা তাদের ওপর এত শতাংশ কর (ট্যাক্স) আরোপ করব। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ, আমরা জানি না কে আসবে আর কী হবে। আন্দাজ (স্পেকুলেট) করে তো লাভ নেই। আমরা দেখব কারা নির্বাচনে জেতে এবং ক্ষমতায় আসে। তারপর তারা কী করে, সেটা তখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow