৭ ওভারে পাকিস্তানের লক্ষ্য ৯৪ রান

3 months ago 45

ব্রিসবেনে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির হানা দেওয়ার পর কার্টেল ওভারের খেলা হচ্ছে। ৭ ওভার করে নির্ধারিত করে দেওয়া হয়েছে দুই দলকে।

অস্ট্রেলিয়া ৭ ওভারে তুলেছে ৪ উইকেটে ৯৩ রান। অর্থাৎ জিততে হলে পাকিস্তানকে এই নির্ধারিত ওভারের মধ্যে করতে হবে ৯৪ রান।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান। শুরুটা তারা ভালোই করে। দুই ওপেনারকে দাঁড়াতে দেয়নি। জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ ৯ আর ম্যাথু শর্ট ফেরেন ৭ রান করে।

তবে এরপর গ্লেন ম্যাক্সওয়েল তাণ্ডব চালিয়েছেন। ১৯ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই অলরাউন্ডার। টিম ডেভিড করেন ৮ বলে ১০।

শেষদিকে মার্কাস স্টয়নিস ৭ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় অপরাজিত থাকেন ২১ রানে। অস্ট্রেলিয়াও পায় চ্যালেঞ্জিং সংগ্রহ।

পাকিস্তানের আব্বাস আফ্রিদি ৯ রানে নেন ২টি উইকেট। একটি করে উইকেট শিকার নাসিম শাহ আর হারিস রউফের।

এমএমআর/জেআইএম

Read Entire Article