৭ মাস ধরে ওয়ানডেতে উইকেট পান না মিরাজ

2 months ago 8

নতুন অধিনায়ক হয়েছেন। তবে বল হাতে মেহেদী হাসান মিরাজের সাম্প্রতিক সময়ের ওয়ানডে রেকর্ড দেখলে তিনি নিজেই হয়তো লজ্জায় মাথা নিচু করবেন। গত প্রায় ৭ মাস ধরে ওয়ানডেতে একটি উইকেটও পাননি এই অলরাউন্ডার।

মিরাজ সবশেষ ওয়ানডেতে উইকেট পেয়েছিলেন সেই ২০২৪ সালের ৮ ডিসেম্বর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেসেতেরেতে। তারপর থেকে ৫টি ওয়ানডে খেলেছেন মিরাজ। উইকেট পাননি একটিতেও।

আজ (বুধবার) শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতেও ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে উইকেটশূন্য মিরাজ। ২৪৪ রানে অলআউট হওয়া ম্যাচে তাকে বেশ স্বাচ্ছন্দ্যেই খেলেছেন লঙ্কান ব্যাটাররা।

সবমিলিয়ে সবশেষ ৫ ওয়ানডেতে ৪৫ ওভার বল করে উইকেটশূন্য মিরাজ। আরেকটা পরিসংখ্যান আছে। মিরাজ সবশেষ ১৭ ওয়ানডেতে একবারও ৩ উইকেট পাননি।

একজন অলরাউন্ডার, আবার দলের অধিনায়ক এখন। এমন পরিসংখ্যান তো কিছুটা তো দুশ্চিন্তা হওয়ার মতোই!

এমএমআর/জিকেএস

Read Entire Article