৭ হাজারের মধ্যে সেরা ৫ স্মার্টওয়াচ

14 hours ago 6

৭ হাজার টাকার মধ্যেই আপনি এমন স্মার্টওয়াচ পাবেন যা শুধু স্টাইলিশ নয়, স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিংয়ের জন্যও যথেষ্ট কার্যকর। অনলাইনে রিভিউ ও লিস্টিং দেখলে দেখা যাচ্ছে ৫ হাজারের নিচেও ভালো মডেল আছে।

আসুন ৫ হাজার টাকার মধ্যে কয়েকটি সেরা স্মার্টওয়াচ সম্পর্কে জেনে নেই-

১. রিয়েলমি
রিয়েলমি স্মার্টওয়াচ-সেগমেন্টে বাজেটে থেকে ভালো অভিজ্ঞতা দেয়। রিয়েলমি ওয়াচ এস২ কিনতে পারেন। এর দাম ৫ হাজার ৯৩৮ টাকা। এই ব্র্যান্ডের ঘড়িতে সাধারণত বড় ডিসপ্লে, ভালো ব্যাটারি ও স্টাইলিশ ডিজাইন থাকে। যাদের বাজেট সীমিত কিন্তু ভালো ফিচার চাই তাদের জন্য রিয়েলমি একটি ভালো বিকল্প।

২. নয়েজ
নয়েজ ব্র্যান্ডে বেশ কয়েকটি মডেল রয়েছে ৩-৭ হাজার টাকার মধ্যে। যেমন নয়েজ কালারফিট ওরে মডেলের দাম ৩ হাজার ৯৫৮ টাকা। যদিও ঠিক ৫-৭ হাজার রেঞ্জের মধ্যে না সব-মডেল, তবে এই ব্র্যান্ডের দামে তুলনায় ভালো মান পাওয়া যায়। স্টাইল ও হেলথ ট্র্যাকিং-উভয় দিকেই কাজ করে।

৩. হায়লু
এটি একটি চীনের কোম্পানি, যার সদর দপ্তর ডংগুয়ানে অবস্থিত। এটি বিশ্বব্যাপী স্মার্ট পরিধানযোগ্য, ওয়্যারলেস অডিও এবং অন্যান্য স্মার্ট ডিভাইস তৈরি করে। হায়লুর মডেলগুলো বাংলাদেশে বাজেট রেঞ্জে জনপ্রিয়। হায়লু সোলার ৫ মডেলটি ৬ হাজার-৭ হাজার টাকায় পাওয়া যায়। এই ব্র্যান্ড-মডেলগুলোতে সাধারণত বড় স্ক্রিন, ফিটনেস মোড ও ভালো ব্যাটারি থাকে। যদি আপনি বাজেটে একটু বেশি-ফিচার চান, হায়লু ভালো হবে।

৪. শাওমি
বাজেটের মধ্যে শাওমির বেশ কয়েকটি স্মার্টওয়াচ পাবেন। যদিও অনেক মডেল একটু বেশি দাম পড়তে পারে, বাজেট রেঞ্জে তাদের কিছু মডেল আছে যা ৫-৭ হাজার টাকার প্রায় হবে। এই ব্র্যান্ডের বিশেষ করে সেন্সর, বিল্ড কোয়ালিটি ভালো হয়।

৫. ফাস্টট্র্যাক
যদি আপনি শুধুই ফিচার নয় বরং ব্র্যান্ড স্টাইল ও লুকও চান তবে ফাস্টট্র্যাক-এর স্মার্টওয়াচ বিকল্প রয়েছে। যেমন তালিকায় ফাস্টট্র্যাক ফ্যান্টম স্মার্টওয়াচ ৫ হাজারের মধ্যেই পেয়ে যাবেন। ব্র্যান্ডের কারণে দাম একটু বেশি হতে পারে, কিন্তু স্টাইল ও ব্র্যান্ড ভ্যালু রয়েছে।

আরও পড়ুন
স্মার্টওয়াচে কেন নিজের ছবি বসাচ্ছেন ব্যবহারকারীরা?
একবার চার্জে ৩৩ দিন চলবে এই স্মার্টওয়াচ

কেএসকে/এএসএম

Read Entire Article