৭০ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন বৃদ্ধা

৭০ বছর বয়সে কোরআন হিফজ সম্পন্ন করে অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন এক সৌদি নারী। দেশটির বাহা অঞ্চলের বাসিন্দা প্রবীণ ওই নারী নাম হামদাহ আল-গামেদী। প্রায় ২০ বছরের অধ্যবসায় ও নিয়মিত প্রচেষ্টার পর তিনি পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদির সংবাদমাধ্যম আখবার২৪। প্রতিবেদনে বলা হয়েছে, দেশীয় সংগঠন তরতীল-এর তত্ত্বাবধানে পরিচালিত আঞ্চলিক হালকাতুত তাহফিজ আল-কোরআন কেন্দ্রের নজরদারিতে দুই দশকের প্রচেষ্টায় হিফজ সম্পন্ন করেন হামদাহ। পারিবারিক দায়িত্ব, বয়সজনিত শারীরিক চ্যালেঞ্জ ও নানা ব্যস্ততার মাঝেও তার নিয়মিত উপস্থিতি, দৃঢ় সংকল্প ও অদম্য ইচ্ছাশক্তিই তাকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। প্রবীণ এই হাফেজার শিক্ষিকারা জানান, হামদাহ হচ্ছেন সত্যিকারের এক উদাহরণ। তিনি প্রমাণ করেছেন যে, কোরআন শিক্ষার পথে বয়স কোনো বাধা নয়। তার হিফজ সমাপন উপলক্ষে হালকাতুত তাহফিজ কেন্দ্র একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তরতীল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল সারুরসহ কর্মকর্তারা হামদাহর মনোবল, ধৈর্য ও অবিচল নিষ্ঠার প্রশংসা করেন। বক্তারা বলেন, কোরআন

৭০ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন বৃদ্ধা

৭০ বছর বয়সে কোরআন হিফজ সম্পন্ন করে অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন এক সৌদি নারী। দেশটির বাহা অঞ্চলের বাসিন্দা প্রবীণ ওই নারী নাম হামদাহ আল-গামেদী। প্রায় ২০ বছরের অধ্যবসায় ও নিয়মিত প্রচেষ্টার পর তিনি পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদির সংবাদমাধ্যম আখবার২৪

প্রতিবেদনে বলা হয়েছে, দেশীয় সংগঠন তরতীল-এর তত্ত্বাবধানে পরিচালিত আঞ্চলিক হালকাতুত তাহফিজ আল-কোরআন কেন্দ্রের নজরদারিতে দুই দশকের প্রচেষ্টায় হিফজ সম্পন্ন করেন হামদাহ। পারিবারিক দায়িত্ব, বয়সজনিত শারীরিক চ্যালেঞ্জ ও নানা ব্যস্ততার মাঝেও তার নিয়মিত উপস্থিতি, দৃঢ় সংকল্প ও অদম্য ইচ্ছাশক্তিই তাকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়।

প্রবীণ এই হাফেজার শিক্ষিকারা জানান, হামদাহ হচ্ছেন সত্যিকারের এক উদাহরণ। তিনি প্রমাণ করেছেন যে, কোরআন শিক্ষার পথে বয়স কোনো বাধা নয়।

তার হিফজ সমাপন উপলক্ষে হালকাতুত তাহফিজ কেন্দ্র একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তরতীল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল সারুরসহ কর্মকর্তারা হামদাহর মনোবল, ধৈর্য ও অবিচল নিষ্ঠার প্রশংসা করেন।

বক্তারা বলেন, কোরআন জীবনের নুর। যে আন্তরিকভাবে কোরআনের পথে আসে, বয়স যতই হোক না কেন আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন। হামদাহ আল-গামেদীর এই অর্জন গোটা সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow