মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের এক অংশ ঢাকা-আরিচা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ রাখার পর পুলিশের অনুরোধে ৭২ ঘণ্টার সময় দিয়ে আন্দোলন প্রত্যাহার করেছে। এসময় রাস্তার দুপাশে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। নবগঠিত বৈষম্যবিরোধী ছাত্রদের জেলা কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে এ অবরোধ করে ছাত্ররা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা এলাকায় মহাসড়ক অবরোধ করেন ছাত্ররা।
অবরোধ প্রত্যাহারের পর মহাসড়ক থেকে গাছের গুঁড়ি, ইটপাটকেল সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত জেলা কমিটি স্থগিত, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের পদত্যাগসহ তিন শিক্ষার্থীকে ট্রাকচাপায় হত্যার চেষ্টার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে এ অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের এ দাবি ৭২ ঘণ্টার মধ্যে মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী ছাত্ররা।