৭২তম মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ভিক্টোরিয়া

2 months ago 27

মিস ইউনিভার্স ৭২তম আসরে সেরার মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ। ১৬ নভেম্বর বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন ২১ বছর বয়সী এ ডেনিশকন্যা। খবর : সিএনএন 

এই মুকুট জয়রে মধ্য দিয়ে ভিক্টোরিয়া ইতিহাস গড়েছেন। তার আগে কোনো ডেনিশ সুন্দরী এই মুকুট জয় করতে পারেনি। এদিন তাকে তাকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস। প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা ও দ্বিতীয় রানারআপ হন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।

এর আগে বৃহস্পতিবারের প্রিলিমিনারি ইভেন্টে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। এরপর সবাইকে বিচারকদের কাছ থেকে দফায় দফায় তাদের বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। এ ছাড়া মিস ইউনিভার্সের ৭২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২৮ বছরের ঊর্ধ্বে মহিলাদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।  
 

Read Entire Article