৭৮টি ঘুমের ওষুধ খেয়েও কীভাবে বেঁচে আছেন দেবলীনা
দাম্পত্য জীবনের ঝড় আর চরম মানসিক অবসাদের জেরে ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী দেবলীনা নন্দী। যমদুয়ার থেকে ফিরে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে তুমুল চর্চা। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, এতগুলো ওষুধ খেয়েও মানুষ বাঁচে কী করে? নাকি পুরোটাই ‘নাটক’? অবশেষে ফেসবুক লাইভে এসে এসব কটাক্ষের কড়া জবাব দিলেন দেবলীনা। একই সঙ্গে জানালেন, সব ভুলে আজ (১৫ জানুয়ারি) থেকেই তিনি আবার গানে ফিরছেন। বুধবার সকালে ফেসবুক লাইভে এসে দেবলীনা নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি যেটা করেছি, সেটা একেবারেই ঠিক ছিল না। প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্য নিজেকে ভালোবাসতে ভুলে গিয়েছিলাম। হাসপাতালে শুয়ে একটা কথাই ভেবেছি, সবার আগে নিজেকে ভালোবাসতে হয়।” তিনি ভক্তদের উদ্দেশ্যে স্পষ্ট জানান, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয় এবং তিনি নিজের ভুলের জন্য অনুতপ্ত। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছিলেন, ৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার পরেও তিনি কীভাবে বেঁচে গেলেন। এর জবাবে দেবলীনা বলেন, ‘অনেকেই লিখছেন কেন মৃত্যু হলো না! আমরা ওষুধের যে
দাম্পত্য জীবনের ঝড় আর চরম মানসিক অবসাদের জেরে ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী দেবলীনা নন্দী। যমদুয়ার থেকে ফিরে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে তুমুল চর্চা। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, এতগুলো ওষুধ খেয়েও মানুষ বাঁচে কী করে? নাকি পুরোটাই ‘নাটক’? অবশেষে ফেসবুক লাইভে এসে এসব কটাক্ষের কড়া জবাব দিলেন দেবলীনা। একই সঙ্গে জানালেন, সব ভুলে আজ (১৫ জানুয়ারি) থেকেই তিনি আবার গানে ফিরছেন।
বুধবার সকালে ফেসবুক লাইভে এসে দেবলীনা নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি যেটা করেছি, সেটা একেবারেই ঠিক ছিল না। প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্য নিজেকে ভালোবাসতে ভুলে গিয়েছিলাম। হাসপাতালে শুয়ে একটা কথাই ভেবেছি, সবার আগে নিজেকে ভালোবাসতে হয়।” তিনি ভক্তদের উদ্দেশ্যে স্পষ্ট জানান, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয় এবং তিনি নিজের ভুলের জন্য অনুতপ্ত।
নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছিলেন, ৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার পরেও তিনি কীভাবে বেঁচে গেলেন। এর জবাবে দেবলীনা বলেন, ‘অনেকেই লিখছেন কেন মৃত্যু হলো না! আমরা ওষুধের যে সংখ্যাটা বলেছি, সেটা ডাক্তাররা নিজেরা পরীক্ষা করে প্রেসক্রিপশনে লিখেছেন। তাই আমি কোনো নাটক করিনি।’
সেদিনের ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সেদিন রাতে এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম যে আমাকে গাড়ি থেকে নামানো যাচ্ছিল না। হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় আমি বেঁচে ফিরেছি।’
দেবলীনা বিশ্বাস করেন, মানুষের প্রার্থনা আর ভগবানের ইচ্ছাতেই তিনি নতুন জীবন পেয়েছেন। তিনি বলেন, ‘হয়তো ভগবান চাইছিলেন আমি গানের জন্য বেঁচে থাকি। গান নিয়ে হয়তো আরও অনেক কিছু করার আছে।’
সংসার আর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রচার—সবকিছুকে একপাশে সরিয়ে আজ ১৫ জানুয়ারি থেকেই তিনি ফের মঞ্চে উঠছেন। যারা তাকে নিয়ে ট্রোল করে ভিডিও বানিয়ে ভিউ পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে দেবলীনার সাফ কথা, ‘আমার নেগেটিভ পাবলিসিটি ভালো লাগে না। তোমরা ধীরে ধীরে সব জানবে।’
What's Your Reaction?