ভূমধ্যসাগরের নীল জলরাশির পাড়ে, ফ্রান্সের দক্ষিণ উপকূলের শহর কান। এখানে গত ১৩ মে শুরু হয়েছিল রুপালি স্বপ্নের মহোৎসব- বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ সিনেমার উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল। অবশেষে ২৪ মে রেড কার্পেটে তারকা-জ্বলা সন্ধ্যা, গল্পে মোড়া সিনেমা আর শিল্পের বৈচিত্র্যে ভরপুর টানা বারো দিনের এই অনিন্দ্য আয়োজনের পর্দা নামল জমকালো পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে। বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের এক অনন্য... বিস্তারিত