৮ ঘণ্টা পর জামালপুর-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

3 months ago 11

জামালপুর-ময়মনসিংহে রুটে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি জামালপুরের তারাকান্দির উদ্দেশে ছেড়ে গেছে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের বেগুনবাড়ি স্টেশনের আউটার এলাকায় ময়মনসিংহে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে হয়।

৮ ঘণ্টা পর জামালপুর-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জাগো নিউজকে বলেন, রাতে ময়মনসিংহের বেগুনবাড়ি স্টেশনের আউটার এলাকায় ঝড়বৃষ্টিতে একটি বড় কড়ই গাছ রেল লাইনে উপড়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী জামালপুরগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি ধাক্কা দিয়ে গাছটি সরিয়ে ফেলে। এতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় জামালপুর-ময়মনসিংহে রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকর্মীরা ট্রেনের বিকল্প ইঞ্চিন নিয়ে আসে।

তিনি আরও বলেন, এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকাল সাড়ে ৬টার দিক বিকল্প ইঞ্চিন লাগানো হলে ট্রেনটি তারাকান্দির উদ্দেশে ছেড়ে যায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

কামরুজ্জামান মিন্টু/এএইচ/এমএস

Read Entire Article