৮২ মণ মাছসহ জব্দ দুই পিকআপ

3 months ago 20

সমুদ্রে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। এর মধ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ৮০ মণ লইট্যা ও ২ মণ ইলিশসহ ২টি পিকআপ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুলাই) বিকেল চারটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।

৮২ মণ মাছসহ জব্দ দুই পিকআপ

এ সময় ১১ জন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার করে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। অবরোধকালীন সময়ে সামুদ্রিক মাছ আর পরিবহন করবেন না মর্মে মুচলেকা দিলে ট্রাক ও দুই চালককে ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু জেলে সাগরে মাছ শিকার করে পাইকারী মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। এসব জেলেদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জিকেএস

Read Entire Article