৮৫০ কোটি ডলারের মিডিয়া একত্র করলো আম্বানির রিলায়েন্স ও ডিজনি

2 months ago 32

ধনকুবের মুকেশ আম্বানি ও ওয়াল্ট ডিজনি কো. ভারতে তাদের মিডিয়া অ্যাসেটকে একত্রিত করেছে। এর মাধ্যমে ভারতের সবচেয়ে বড় বিনোদন কোম্পানির মালিক হলো তারা। একত্রিত হওয়ার পর যার মূল্য দাঁড়িয়েছে ৮৫০ কোটি ডলার।

নিয়ন্ত্রকগুলো ভায়কম১৮ ও জিও সিনেমাকে একত্রে স্টার ইন্ডিয়া হিসেবে স্বীকৃতি দিয়েছে। যার অধীনে থাকছে ১০০ টেলিভিশন চ্যানেল ও দুইটি স্ট্রিমিং সার্ভিস।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি এক বিবৃতিতে জানিয়েছেন, এই উদ্যোগের কারণে ভারতীয় মিডিয়া ও বিনোদন শিল্প একটি পরিবর্তনমূলক যুগে প্রবেশ করছে। এর ফলে ভারতের দর্শকরা কম খরচে কনটেন্ট দেখাতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।

রিলায়েন্স জানিয়েছে, মিডিয়ার প্রবৃদ্ধির জন্য ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।

বলা হয়েছে, এই যৌথ উদ্যোগে রিলায়েন্সের সরাসরি ১৬ দশমিক ৩ শতাংশ শেয়ার রয়েছে। পাশাপাশি ভায়াকম ১৮-এর মাধ্যমে শেয়ার রয়েছে ৪৬ দশমিক ৮ শতাংশ। বাকি শেয়ার ডিজনির নিয়ন্ত্রণে।

সূত্র: ফোর্বস

এমএসএম

 

Read Entire Article