৬ আগস্ট, মঙ্গলবার পাকিস্তান যাত্রার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালানোর পর ৫ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কয়েকঘণ্টা বন্ধ ছিল। ফলে ‘এ’ দলের পাকিস্তান যাওয়া নিয়ে খানিক জটিলতা তৈরি হয়। পরে টিকেট এবং ফ্লাইট শিডিউল মেলাতে কেটে গেছে আরও দু’দিন।
অবশেষে নির্ধারিত হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান যাত্রার নতুন দিনক্ষণ। আগামী পরশু ৯ আগস্ট পাকিস্তান যাত্রা করবেন এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপুরা।
আগেই জানা ১০ আগস্ট থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হওয়ার কথা ছিল প্রথম চারদিনের ম্যাচ। আজ বুধবার বিকেলে বিসিবি থেকে ‘এ’ দলের পাকিস্তান সফরের নতুন তথা পরিবর্তিত সূচি দেয়া হয়েছে।
যেখানে বলা হয়েছে, আগামী ১০ আগস্ট ইসলামাবাদ গিয়ে পৌঁছাবে বাংলাদেশ ‘এ’ দল। তাই প্রথম ৪ দিনের ম্যাচটি ৩দিন পিছিয়ে গেছে। এখন ১০ আগস্টের পরিবর্তে বাংলাদেশ আর পাকিস্তান ‘এ’ দলের প্রথম ৪ দিনের ম্যাচ শুরু হবে আগামী ১৩ তারিখ থেকে।
প্রথম চারদিনের ম্যাচ তিনদিন পরে শুরু হওয়ায় খুব স্বাভাবিকভাবেই পিছিয়ে গেছে ‘এ’ দলের পুরো পাকিস্তান সফরের সময় সূচি। এখন দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২০ আগস্ট থেকে।
এরপর তিনম্যাচের ওয়ানডে সিরিজও শুরু হবে কয়েকদিন পিছিয়েছে; প্রথম ওয়ানডে ২৬, দ্বিতীয় ওয়ানডে ২৮ আর ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে।
এদিকে কয়েকদিন বিরতির পর অবশেষে আজ বুধবার অনুশীলন করেছে ‘এ’ দল। সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মিরপুরে অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা। বুধবার সকাল দশটায় হোম অফ ক্রিকেটে শুরু হয় ‘এ’ দলের প্র্যাকটিস।
ক্রিকেটারদের ওয়ার্মআপ শুরুর পর বিসিবিতে সেনাবাহিনীর দুটো টহল গাড়ি এসে একাডেমি ভবনের সামনে অবস্থান নেয়। প্রথমে বিসিবির কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেন তারা। শেরে বাংলায় কিছু সময় থাকার পর সেনাবাহিনী স্টেডিয়াম চত্বর ত্যাগ করে।
এআরবি/আইএইচএস