৯ ও ১০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স, কী হবে সেদিন

14 hours ago 8
বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রিকেট বিকেন্দ্রীকরণের জন্য অনেক উদ্যোগ নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। নিজের এই কার্যক্রমকে বুলবুল নাম দিয়েছেন ট্রিপল সেঞ্চুরি। পুরো দেশে ক্রিকেটকে ছড়িয়ে দিতে দেশের নানা প্রান্তে বিসিবির অফিস চালু করার ঘোষণাও দিয়েছিলেন বুলবুল। এবার নতুন এক উদ্যোগের ঘোষণা দিলেন বিসিবি সভাপতি। দেশের নানা প্রান্তের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের একত্রিত করতে ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’ আয়োজনের ঘোষণা দিয়েছেন বুলবুল। আগামী ৯ এবং ১০ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজনের ঘোষণা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে একত্রিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। ৯ ও ১০ নভেম্বর, এই দুই দিন কী হবে সে প্রসঙ্গে তিনি বলেন, ‘দিনশেষে, আমরা সবাই বাংলাদেশে ক্রিকেট খেলব, ক্রিকেট নিয়ে আনন্দ করব। ৯ ও ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। আশা করব, এই কনফারেন্স আমরা সফল করব এবং এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধশালী করব, একে অন্যকে জানব এবং এখান থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের সংগঠক ছড়িয়ে-ছিটিয়ে আছে। তাদের এক ছাদের নিচে এনে, বাংলাদেশ ক্রিকেটের যে ভিশন, যে মিশন, সকলের সঙ্গে ভাগাভাগি করে আমরা যেন সকলের সেরাটা দিতে পারি, সকলকে জানতে পারি এবং এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে কীভাবে সহায়তা করতে পারি, এগিয়ে নিতে পারি, সেই লক্ষ্যেই আমরা বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স করছি।’ বিসিবির প্রকাশিত ভিডিওবার্তায় বিসিবি সভাপতি আরও যোগ করেন, ‘বাংলাদেশের ৬৪ জেলায় ক্রিকেট ছড়িয়ে আছে, আটটি বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে। এমন সকলকে জানা, বাংলাদেশের ক্রিকেটকে জানা, আমাদের প্রতিটি স্টেকহোল্ডার, যেমন জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, জেলা ক্রীড়া অফিসার, জেলার ক্রিকেট কোচ, জেলার নারী উদ্যোক্তা, সকলকে এক ছাদের নিচে এনে আমরা জানতে চাইব বাংলাদেশ ক্রিকেটের কী দরকার। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে সবাইকে সাহায্য করতে পারব। আমরা সকলে মিলে কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারব, সকলকে সম্পৃক্ত করতে পারব।’
Read Entire Article