৯ দাবিতে প্রশাসন ভবনে তালা দিয়ে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

2 hours ago 5

পরীক্ষার খাতায় কোডিং সিস্টেম চালুসহ ৯ দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তারা প্রশাসন ভবনে তালা দেন। পরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য প্রশাসন ভবনে আসেন উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক। শিক্ষার্থীরা তার কাছে ৯ দফা দাবি উপস্থাপন করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা আলোচনা শেষে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে বিকেল সোয়া ৪টায় শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে মূলায়ন প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করতে পরবর্তী সেমিস্টার ফাইনাল পরীক্ষার খাতায় কোডিং সিস্টেম চালুবিষয়ক প্রজ্ঞাপন জারি; সেমিস্টারের রেজাল্ট ও গ্রেডশিট দ্রুত প্রকাশ ও খাতা রিভিউ করার সুযোগ দেওয়া; যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন অভিযোগ রয়েছে, তাদের দ্রুত সাময়িক বহিষ্কার ও তদন্ত সাপেক্ষে স্থায়ী বহিষ্কার করে আইনত ব্যবস্থা নেওয়া; ছাত্রলীগের পদধারী নেতাদের ছাত্রত্ব বাতিল করা; শিক্ষকদের নিয়মিত ক্লাস পরিচালনা নিশ্চিত করা ইত্যাদি।

বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ফারহান উদ্দিন বলেন, ‘আগস্ট মাসে আমরা প্রশাসনের কাছে বেশ কিছু দাবি তুলে ধরি। সেগুলোর মধ্যে কিছু দাবি পূরণ হলেও প্রধান দাবিগুলো পূরণ হয়নি। প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দিয়ে বলা হয়েছিল দাবি মানা না হলে প্রশাসন ভবন তালা দেবো। এজন্য আজ আমরা ক্লাস বর্জন করে আন্দোলন করেছি।’

আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী সাফিন বলেন, ‘বিভিন্ন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে নিজস্ব ক্ষোভ এবং প্রতিহিংসার জেরে এক্স গ্রেড দিয়েছেন বা ফেল করিয়ে দিয়েছেন। যেটা একজন শিক্ষার্থীর ওপর ব্যাপক প্রভাব ফেলে। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবি জানাই।’

তিনি আরও বলেন, ‘আমরা আজ ৯ দফা দাবি প্রশাসনের কাছে তুলে ধরেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব দাবি মেনে না নিলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউন পালন করবো।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে মেনে নেওয়া হবে। তবে শিক্ষার্থীরা যে দুজন শিক্ষকের বহিষ্কারের দাবি জানিয়েছে, সেটি আজকের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’

সাখাওয়াত হোসেন/এসআর/জিকেএস

Read Entire Article