৯ দিন ছুটির কবলে দর্শনা রেলবন্দর

3 months ago 35

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৈত্রী এক্সপ্রেস ৯ দিন ও সাতদিন ভারত থেকে সব ধরনের মালামাল দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে আসা বন্ধ থাকবে। এসময় বন্দরে কোনো মালামাল খালাসের কাজ করা হবে না।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুর হক বিষয়টি নিশ্চিত করেছেন।

৯ দিন ছুটির কবলে দর্শনা রেলবন্দর

তিনি জানান, বাংলাদেশ রেলের নির্দেশানুযায়ী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব সরকারি ও বেসরকারি ব্যাংক ছুটিতে থাকবে। এ কারণে ১৩ জুন থেকে ১৯ জুন সাতদিন ভারত থেকে রেলপথে দর্শনা বন্দরে কোনো মালামাল আমদানি করা হবে না। একইসঙ্গে ১৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত ৯ দিন দর্শনা স্টেশন হয়ে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। ছুটি শেষে বন্দরের কার্যক্রম আগের মতো স্বাভাবিক নিয়মে চলবে।

তবে দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ওসি আতিকুর রহমান জানান, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। এখানে কোনো ছুটি থাকবে না।

হুসাইন মালিক/এসআর/এএসএম

Read Entire Article