৯ দিন পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

22 hours ago 6

টানা ৯ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পুনরায় বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু হয়।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জাগো নিউজকে জানান, রোববার থেকে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

তিনি বলেন, ঈদের ছুটি ও সাপ্তাহিক বন্ধের কারণে ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা এবং বাংলাদেশের ভোমরা স্থলবন্দর সিঅ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

ভোমরা স্থলবন্দরের উপপরিচালক মো. রুহুল আমিন (ট্রাফিক) জাগো নিউজকে বলেন, রোববার সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। ভারত থেকে পণ্যবাহী গাড়ি বন্দরে প্রবেশ করেছে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে রপ্তানি পণ্য নিয়ে অর্ধশত ট্রাক বন্দরে এসেছে।

তিনি জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য, কাঁচামাল, খাদ্যপণ্য, পেঁয়াজ, চাল, ফল, কয়লা, মশলা ও নির্মাণ সামগ্রী আমদানি-রপ্তানি হয়ে থাকে। এ বন্দরটি ভারতের ঘোজাডাঙা স্থলবন্দরের সঙ্গে সংযুক্ত, যা উভয় দেশের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, ছুটির মধ্যেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। যাত্রীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সীমান্ত অতিক্রম করতে পেরেছেন।

আহসানুর রহমান রাজীব/এমএন/এমএস

Read Entire Article