কিছুদিন আগেই কানাডা মাতিয়ে এসেছেন বাপ্পা মজুমদার। এবার পালা আমেরিকা সফরের। টানা ৯ বছর পর ফের গানে গানে মর্কিন-মুলুক মাতাবেন এই গায়ক। সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হবে বাপ্পার এই ট্যুর। যেখানে দেশটির অন্তত ১০টি শহরে গান শোনাবেন তিনি। যার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগো, লসঅ্যাঞ্জেলেস প্রভৃতি।
বাপ্পা মজুমদারের এই ট্যুরের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক... বিস্তারিত