৯২ রানে ৬ উইকেট হারানোর পর পাকিস্তানের ১৩২ রানের পুঁজি

1 month ago 22

৯২ রানে নেই ৬ উইকেট। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৪.২ ওভার শেষে এমনই ছিল পাকিস্তানের স্কোরকার্ড। সেখানে থেকে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ১৩২ রানের পুঁজি দাঁড় করিয়েছে সালমান আগার দল। অর্থাৎ জিততে হলে জিম্বাবুয়েকে করতে হবে ১৩৩।

টস জিতে ব্যাট করতে নেমে ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান। সাহিবজাদা ফারহান (৪), ওমর ইউসুফ (০), উসমান খান (৫)-টপ অর্ডারের তিন ব্যাটারই ব্যর্থতার পরিচয় দেন।

এরপর তায়েব তাহির আর কাসিম আকরাম ছোট দুটি ইনিংস খেলে ফেরেন। তাহির ১৪ বলে ২১ আর আকরাম ১৫ বলে করেন ২০ রান। একটা প্রান্ত ধরে রেখে ওয়ানডে টাইপ ইনিংস খেলেন অধিনায়ক সালমান আগা (৩২ বলে ৩২)।

শেষদিকে আরাফাত মিনহাজের ২৬ বলে ২২ আর আব্বাস আফ্রিদির ১৪ বলে ১৫ রানে ভরে ১৩২ পর্যন্ত গেছে পাকিস্তানের ইনিংস।

জিম্বাবুয়ের ব্লেসিং মুজারবানি ২৫ রানে ২টি, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, টিনোটেন্ডা মাপোসা আর রায়ান বার্ল নেন একটি করে উইকেট।

এমএমআর/জেআইএম

Read Entire Article