সেফটিপিন সাধারণত পোশাককে ঠিক রাখতে ব্যবহার করা হয়। সাধারণ পিন ১০ বা ২০ টাকায় পাওয়া যায়। এই সেফটিপিনগুলো সাশ্রয়ী মূল্যের এবং সহজলভ্য, তাই কেউ যদি একটি হারিয়ে ফেলে খুব চিন্তা করে না। কিন্তু কল্পনা করুন, যদি সেই সেফটিপিনের দাম দাঁড়ায় প্রায় ৯৫ হাজার টাকা, বিষয়টা কেমন হবে!
ইতালির বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড প্রাদা সম্প্রতি এমনই একটি ছোট্ট সেফটিপিন ব্রোচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ধাতব এই ব্রোচের দাম রাখা হয়েছে মাত্র ৭৭৫ ডলার, যা প্রায় ৯৫ হাজার টাকার সমান।
নতুন এই ব্রোচটি দেখতে সত্যিই আকর্ষণীয়। সোনালি সেফটিপিনের চারপাশে রঙিন সুতো জড়ানো, আর এক প্রান্তে ঝুলছে প্রাদার বিখ্যাত ত্রিভুজ লোগো।

ইনস্টাগ্রামের ফ্যাশন ইনফ্লুয়েন্সার ব্ল্যাক সোয়ান সেজি মজার ছলে একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি বলেছেন, ‘ধনীদের জিজ্ঞেস করতে চাই, তোমরা আসলে তোমাদের টাকাগুলো দিয়ে কী করছ? আমাদের কাছে কিছু পরামর্শ আছে’।
মন্তব্যেতেও বেশ মজার প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, আমি চাইলে এমন পিন যেকোনো রঙে বানাতে পারি, এমন কি সোনাও ব্যবহার করতে পারি।
অন্যজন বলেছেন, যারা এটি কিনবেন, তারা সম্ভবত জানেন না এক কেজি আলু বা চালের দাম কত। আরেকজন সমালোচনা করেছেন, আমার দাদি এটি আরও ভালো বানাতে পারতেন।
এটি প্রথম নয়। এর আগে প্রাদা ভারতের কোলাপুরি একজোড়া ৯০০ টাকার স্যান্ডেল বিক্রি করেছিল প্রায় ৫৫,০০০ টাকায়, যাতেও ব্র্যান্ডটিকে সমালোচনার মুখে পড়েছিল।

প্রাদার এই সেফটিপিন ব্রোচ দেখালো যে, বিলাসবহুল ফ্যাশনের জগতে ছোট্ট আইটেমও বড় আলোচনার বিষয় হতে পারে। সাধারণ ব্যবহারিক বস্তুকে যখন ব্র্যান্ডের স্পর্শ দেওয়া হয়, তখন তার মূল্য এবং আবেদন অনেক বেড়ে যায়। এটি শুধু সাজ নয়, এক প্রকার স্টাইল ও বিলাসিতার প্রতীক।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি নিউজ ও অন্যান্য
আরও পড়ুন:
জোহরান মামদানির রূপার আংটি কি শুধুই ফ্যাশন
সালমান খানের ফিটনেস যাত্রাতেও আছে চিট মিল, কী খান এই তারকা
এসএকেওয়াই/এএসএম

21 hours ago
7








English (US) ·