অগ্নিদগ্ধ রোগী দেখতে যাওয়ার পথে হামলা, আহত ৫
কিশোরগঞ্জের ভৈরবে আগানগরের টুকচান গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ শিশু শিক্ষার্থীদের খোঁজখবর ও দেখতে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন আগানগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন মিয়া। এ সময় তার সঙ্গে থাকা লুন্দিয়া গ্রামের মোল্লা বাড়ির লোকজনের ওপরও হামলা করা হয়। একই এলাকার আক্কাস মিয়ার নেতৃত্বে গোলাপ মিয়া ও বুদার বাড়ির ২০/২৫ জনের দলবল হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় নিজাম মিয়া ও তার ছেলে তামিম মিয়াসহ পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এতে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য হারুন মিয়া জানান, গত কয়েকদিন আগে টুকচানপুর চরপাড়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন শিক্ষার্থীসহ অন্তত ১৯ জন দগ্ধ হয়। এদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তিনি আরও জানান, অগ্নিদগ্ধ খুদে শিক্ষার্থীদের দেখতে ও খোঁজখব
কিশোরগঞ্জের ভৈরবে আগানগরের টুকচান গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ শিশু শিক্ষার্থীদের খোঁজখবর ও দেখতে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন আগানগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন মিয়া। এ সময় তার সঙ্গে থাকা লুন্দিয়া গ্রামের মোল্লা বাড়ির লোকজনের ওপরও হামলা করা হয়।
একই এলাকার আক্কাস মিয়ার নেতৃত্বে গোলাপ মিয়া ও বুদার বাড়ির ২০/২৫ জনের দলবল হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় নিজাম মিয়া ও তার ছেলে তামিম মিয়াসহ পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এতে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য হারুন মিয়া জানান, গত কয়েকদিন আগে টুকচানপুর চরপাড়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন শিক্ষার্থীসহ অন্তত ১৯ জন দগ্ধ হয়। এদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, অগ্নিদগ্ধ খুদে শিক্ষার্থীদের দেখতে ও খোঁজখবর নিতে গতকাল রোববার বিকেলে বিএনপি নেতারাসহ আমরা টুকচানপুর চড়পাড়া গ্রামে যাওয়ার পথে আক্কাসের নেতৃত্বে গোলাপ মিয়া ও বুদার বাড়ির ২০/২৫ জনের দলবল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে বেশ কয়েক জনকে আহত করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত আক্কাসের সঙ্গে এ যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তা রিসিভ হয়নি।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক এমদাদুল কবির বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, মারামারির ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
What's Your Reaction?