অবশিষ্ট ১২ ক্লাব নিয়ে দ্বিতীয় ধাপে শুরু প্রথম বিভাগ

প্রথম দুদিনেই লিগ বর্জন করেছিল ৮টি ক্লাব। এতেই নজিরবিহীন ওয়াকওভার দেখা মিলেছিল প্রথম বিভাগ ক্রিকেটে। মাঠে একটি ক্লাব গেলেও আসেনি অন্য প্রতিপক্ষ। এভাবে দুদিনেই লিগের আটটি ম্যাচ ওয়াকওভার হতে দেখা গিয়েছিল। এবার উপায় না পেয়ে অবশিষ্ট ১২ ক্লাব নিয়ে লিগের বাকি অংশ শুরু করতে যাচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।  রোববার (২১ ডিসেম্বর) থেকেই নতুন সূচিতে লিগ শুরু হচ্ছে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন। তিনি বলেন, ‘আমরা রোববার থেকে ১২টি ক্লাবকে নিয়েই লিগের বাকি অংশ চালিয়ে যাব। বর্জন করা কোনো ক্লাবই আর সাড়া দেয়নি। লিগের নিয়ম অনুযায়ী তারা সবাই অবনমিত হবে।’ দুই গ্রুপের চারটি করে মোট ৮টি ক্লাব লিগ বর্জন করায় নতুন করে গ্রুপ তৈরি করতে হয়নি সিসিডিএমকে। একই সঙ্গে দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গেও বসবে তারা। কবে, কীভাবে লিগ শুরু করা যায়, তা নিয়ে হবে আলোচনা। যদিও সেখানে কিছু ক্লাব লিগ বয়কটের দিকে যাবে বলে জানা গেছে। অর্থাৎ ৪৪টির মতো ক্লাব বিভিন্ন স্তরের লিগ বয়কটের সিদ্ধান্তে অটল অবস্থানে আছে।

অবশিষ্ট ১২ ক্লাব নিয়ে দ্বিতীয় ধাপে শুরু প্রথম বিভাগ
প্রথম দুদিনেই লিগ বর্জন করেছিল ৮টি ক্লাব। এতেই নজিরবিহীন ওয়াকওভার দেখা মিলেছিল প্রথম বিভাগ ক্রিকেটে। মাঠে একটি ক্লাব গেলেও আসেনি অন্য প্রতিপক্ষ। এভাবে দুদিনেই লিগের আটটি ম্যাচ ওয়াকওভার হতে দেখা গিয়েছিল। এবার উপায় না পেয়ে অবশিষ্ট ১২ ক্লাব নিয়ে লিগের বাকি অংশ শুরু করতে যাচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।  রোববার (২১ ডিসেম্বর) থেকেই নতুন সূচিতে লিগ শুরু হচ্ছে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন। তিনি বলেন, ‘আমরা রোববার থেকে ১২টি ক্লাবকে নিয়েই লিগের বাকি অংশ চালিয়ে যাব। বর্জন করা কোনো ক্লাবই আর সাড়া দেয়নি। লিগের নিয়ম অনুযায়ী তারা সবাই অবনমিত হবে।’ দুই গ্রুপের চারটি করে মোট ৮টি ক্লাব লিগ বর্জন করায় নতুন করে গ্রুপ তৈরি করতে হয়নি সিসিডিএমকে। একই সঙ্গে দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গেও বসবে তারা। কবে, কীভাবে লিগ শুরু করা যায়, তা নিয়ে হবে আলোচনা। যদিও সেখানে কিছু ক্লাব লিগ বয়কটের দিকে যাবে বলে জানা গেছে। অর্থাৎ ৪৪টির মতো ক্লাব বিভিন্ন স্তরের লিগ বয়কটের সিদ্ধান্তে অটল অবস্থানে আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow