অবশেষে কমতে শুরু করেছে স্বর্ণের দাম

ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আগের সেশনে রেকর্ড দামে পৌঁছানোর পর মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় দরপতন দেখা যায়। খবর রয়টার্সের।  স্পট বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে ৪,৫৯৩.৮১ ডলারে নেমে আসে। গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৪৬ মিনিটে এই দর দেখা গেছে। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ০.৬ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৪,৫৮৭.১০ ডলার। এর আগের সেশনে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স ৪,৬০০ ডলারের ঘর স্পর্শ করে। বিশ্বজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা তীব্র হয়। তবে রেকর্ড দামের পর বিনিয়োগকারীদের একটি অংশ লাভ নিশ্চিত করতে বিক্রিতে যাওয়ায় মঙ্গলবার দাম কিছুটা চাপের মুখে পড়ে।

অবশেষে কমতে শুরু করেছে স্বর্ণের দাম
ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আগের সেশনে রেকর্ড দামে পৌঁছানোর পর মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় দরপতন দেখা যায়। খবর রয়টার্সের।  স্পট বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে ৪,৫৯৩.৮১ ডলারে নেমে আসে। গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৪৬ মিনিটে এই দর দেখা গেছে। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ০.৬ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৪,৫৮৭.১০ ডলার। এর আগের সেশনে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স ৪,৬০০ ডলারের ঘর স্পর্শ করে। বিশ্বজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা তীব্র হয়। তবে রেকর্ড দামের পর বিনিয়োগকারীদের একটি অংশ লাভ নিশ্চিত করতে বিক্রিতে যাওয়ায় মঙ্গলবার দাম কিছুটা চাপের মুখে পড়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow