অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল 

২০২৩ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই নিবন্ধন কার্যক্রম ১৮ নভেম্বর শুরু হয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে।  বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. মাসুদ রানা খানের সই করা এক চিঠিতে সম্প্রতি বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের নিবন্ধনের সময়সীমা ১৮ থেকে ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনোভাবেই বাদপড়া শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ দেওয়া হবে না। সময়মতো রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে। এ ছাড়া অন্য বোর্ড থেকে টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও এই সময়সীমার মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে হবে। এর আগে, অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য ৭ থেকে ১২ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। 

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল 
২০২৩ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই নিবন্ধন কার্যক্রম ১৮ নভেম্বর শুরু হয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে।  বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. মাসুদ রানা খানের সই করা এক চিঠিতে সম্প্রতি বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের নিবন্ধনের সময়সীমা ১৮ থেকে ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনোভাবেই বাদপড়া শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ দেওয়া হবে না। সময়মতো রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে। এ ছাড়া অন্য বোর্ড থেকে টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও এই সময়সীমার মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে হবে। এর আগে, অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য ৭ থেকে ১২ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow