আইপিএল নিলাম: ভিত্তিমূল্য ২ কোটি রুপি যে ৪৫ ক্রিকেটারের

২০২৬ আইপিএল নিলামকে ঘিরে উত্তাপ বাড়ছে। প্রকাশিত হয়েছে নিলামের প্রাথমিক তালিকা, যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি ধরে নাম লিখিয়েছেন ৪৫ জন ক্রিকেটার। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠিত তারকারা আছেন এই তালিকায়। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন, ভারতের রবি বিষ্ণোই ও ভেঙ্কটেশ আইয়ার, শ্রীলঙ্কার মথিশা পাথিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গাসহ মোট ৪৫ জন ক্রিকেটার ২০২৬ আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন। তবে এই তালিকায় নেই অভিজ্ঞ অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের নাম। গতবার পাঞ্জাব কিংস তাকে ৪.২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল। ৩৭ বছর বয়সী ম্যাক্সওয়েল ২০২৫ মৌসুমের মাঝপথে চোটে ছিটকে যান। তার বদলি হিসেবে দলে যোগ দেন আরেক অস্ট্রেলীয় অলরাউন্ডার মিশেল ওভেন যাকে নিলামের আগে ধরে রেখেছে পাঞ্জাব। ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলিও এবার আইপিএলে অংশ নিচ্ছেন না। ফাফ ডু প্লেসিসের মতো তিনিও খেলার জন্য বেছে নিয়েছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ২০১৮ সাল থেকে আট মৌসুম ধরে আইপিএলে খেলেছেন

আইপিএল নিলাম: ভিত্তিমূল্য ২ কোটি রুপি যে ৪৫ ক্রিকেটারের

২০২৬ আইপিএল নিলামকে ঘিরে উত্তাপ বাড়ছে। প্রকাশিত হয়েছে নিলামের প্রাথমিক তালিকা, যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি ধরে নাম লিখিয়েছেন ৪৫ জন ক্রিকেটার। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠিত তারকারা আছেন এই তালিকায়।

বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন, ভারতের রবি বিষ্ণোই ও ভেঙ্কটেশ আইয়ার, শ্রীলঙ্কার মথিশা পাথিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গাসহ মোট ৪৫ জন ক্রিকেটার ২০২৬ আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন।

তবে এই তালিকায় নেই অভিজ্ঞ অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের নাম। গতবার পাঞ্জাব কিংস তাকে ৪.২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল। ৩৭ বছর বয়সী ম্যাক্সওয়েল ২০২৫ মৌসুমের মাঝপথে চোটে ছিটকে যান। তার বদলি হিসেবে দলে যোগ দেন আরেক অস্ট্রেলীয় অলরাউন্ডার মিশেল ওভেন যাকে নিলামের আগে ধরে রেখেছে পাঞ্জাব।

ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলিও এবার আইপিএলে অংশ নিচ্ছেন না। ফাফ ডু প্লেসিসের মতো তিনিও খেলার জন্য বেছে নিয়েছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ২০১৮ সাল থেকে আট মৌসুম ধরে আইপিএলে খেলেছেন মঈন এবং সিএসকের হয়ে জিতেছেন দুই শিরোপা। নিলামের দীর্ঘ তালিকায় নেই কেকেআরের কিংবদন্তি আন্দ্রে রাসেলের নামও। আইপিএল থেকে অবসর নিয়ে পাওয়ার কোচ হিসেবে নতুন ভূমিকায় কেকেআরে যোগ দিয়েছেন তিনি। 

ভিত্তিমূল্য ২ কোটি রুপি যাদের: রবি বিষ্ণোই, ভেঙ্কটেশ আইয়ার, মুজিব উর রহমান, নাভিন উল হক, শন অ্যাবট, অ্যাশটন আগার, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরুন গ্রিন, জশ ইংলিশ, স্টিভ স্মিথ, মুস্তাফিজুর রহমান, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, টম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, ড্যান লরেন্স, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, জেমি স্মিথ, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জেকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, উইল ও’রউর্ক, রাচিন রবীন্দ্র, জেরাল্ড কোৎজি, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, রাইলি রুশো, তাবরাইজ শামসি, ডেভিড ভিসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মথিশা পাথিরানা, মাহিশ থিকশানা, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন ও আলজারি জোসেফ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow