আসছে ‘ধুরন্ধর ২’, জানা গেল মুক্তির তারিখ

রণবীর সিং অভিনীত স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ এখন বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের ধারায় রয়েছে। আদিত্য ধর পরিচালিত এই সিনেমা মুক্তির পর থেকেই দর্শকদের প্রবল আগ্রহ কাড়ছে এবং তৃতীয় সপ্তাহেও শক্ত অবস্থান ধরে রেখেছে। উদ্বোধনী সপ্তাহ পার হলেও ছবিটির আয় থামার নাম নেই; বরং দিন দিন আরও জমজমাট হয়ে উঠছে বক্স অফিস দৌড়। প্রথম পর্বের সাফল্যের মাঝেই নির্মাতারা ভক্তদের জন্য বড় চমক নিয়ে এসেছেন। ঘোষণা দেওয়া হয়েছে, ‘ধুরন্ধর ২’ মুক্তি পাবে ১৯ মার্চ ২০২৬। নতুন বছরের ঈদ সামনে রেখে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম মিন্ট জানায়, নির্মাতার এমন ঘোষণা দর্শক আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। তবে এই দিনে বক্স অফিসে বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার আভাসও রয়েছে। নতুন বছরের একই তারিখে মুক্তির কথা রয়েছে যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবিটির। ফলে দুই তারকাবহুল ছবির মুখোমুখি লড়াই নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, ঈদে মুক্তির কথা থাকলেও বক্স অফিস যুদ্ধ এড়াতে অজয় দেবগনের ‘ধামাল ৪’-এর মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ‘ধুরন্ধর’ কেবল একটি সফল সিনেমা নয়; বরং এ

আসছে ‘ধুরন্ধর ২’, জানা গেল মুক্তির তারিখ
রণবীর সিং অভিনীত স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ এখন বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের ধারায় রয়েছে। আদিত্য ধর পরিচালিত এই সিনেমা মুক্তির পর থেকেই দর্শকদের প্রবল আগ্রহ কাড়ছে এবং তৃতীয় সপ্তাহেও শক্ত অবস্থান ধরে রেখেছে। উদ্বোধনী সপ্তাহ পার হলেও ছবিটির আয় থামার নাম নেই; বরং দিন দিন আরও জমজমাট হয়ে উঠছে বক্স অফিস দৌড়। প্রথম পর্বের সাফল্যের মাঝেই নির্মাতারা ভক্তদের জন্য বড় চমক নিয়ে এসেছেন। ঘোষণা দেওয়া হয়েছে, ‘ধুরন্ধর ২’ মুক্তি পাবে ১৯ মার্চ ২০২৬। নতুন বছরের ঈদ সামনে রেখে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম মিন্ট জানায়, নির্মাতার এমন ঘোষণা দর্শক আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। তবে এই দিনে বক্স অফিসে বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার আভাসও রয়েছে। নতুন বছরের একই তারিখে মুক্তির কথা রয়েছে যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবিটির। ফলে দুই তারকাবহুল ছবির মুখোমুখি লড়াই নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, ঈদে মুক্তির কথা থাকলেও বক্স অফিস যুদ্ধ এড়াতে অজয় দেবগনের ‘ধামাল ৪’-এর মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ‘ধুরন্ধর’ কেবল একটি সফল সিনেমা নয়; বরং এটি একটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হওয়ার পথে। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, ‘ধুরন্ধর ভারতীয় সিনেমার সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি হয়ে উঠতে পারে। দুই পর্ব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ২,০০০ কোটি রুপির বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।’ এদিকে ‘ধুরন্ধর’ মাত্র ১৫ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৭৪৫ কোটি রুপি। আয়ের এই ধারা চলতে থাকলে খুব শিগগির সিনেমাটি হাজার কোটির ঘরে পৌঁছে যাবে বলে ধারণা বক্স অফিস বিশ্লেষকদের।   তারকাবহুল এই সিনেমায় রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর. মাধবন ও অর্জুন রামপাল। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন সারা অর্জুন, নবীন কৌশিক, রাকেশ বেদী ও ড্যানিশ পান্ডোর।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow