ইনজুরির যন্ত্রণায় অবসরের কথা ভাবছিলেন নেইমার
আধুনিক ফুটবলে নেইমারের মতো স্বাভাবিক প্রতিভার খেলোয়াড় খুবই বিরল। অসাধারণ ড্রিবলিং, গতি ও সৃজনশীলতায় তিনি একসময় বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ 'নেতা' হিসেবে বিবেচিত হয়েছিলেন। কিন্তু শৃঙ্খলাজনিত বিতর্ক, বারবার ইনজুরি এবং ধারাবাহিকতার অভাব তাকে এনে দেয় এক ভিন্ন পরিচয় 'রাজপুত্র, যিনি কখনো রাজা হতে চাননি'। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ইনজুরি। এর সঙ্গে শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক ক্লান্তিও... বিস্তারিত
আধুনিক ফুটবলে নেইমারের মতো স্বাভাবিক প্রতিভার খেলোয়াড় খুবই বিরল। অসাধারণ ড্রিবলিং, গতি ও সৃজনশীলতায় তিনি একসময় বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ 'নেতা' হিসেবে বিবেচিত হয়েছিলেন। কিন্তু শৃঙ্খলাজনিত বিতর্ক, বারবার ইনজুরি এবং ধারাবাহিকতার অভাব তাকে এনে দেয় এক ভিন্ন পরিচয় 'রাজপুত্র, যিনি কখনো রাজা হতে চাননি'।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ইনজুরি। এর সঙ্গে শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক ক্লান্তিও... বিস্তারিত
What's Your Reaction?