ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে হাদি শহীদ হয়েছেন : হাসনাত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে শরীফ ওসমান হাদি শহীদ হয়েছেন। রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠা করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। দুর্নীতির বিরুদ্ধে জোটের যে মনোভাব সেটি আমরা প্রতিষ্ঠিত রাখবো। একই সাথে ইনসাফের প্রশ্নে আমাদের আনকম্প্রোমাইজিং অবস্থান থাকবে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মনোনয়নপত্র জমা দিয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ শাসন দেখেছি, সেটির কারণে আমরা মৌলিক মানবিক অধিকার বঞ্চিত হয়েছি। আমাদের মানবিক অধিকার লুণ্ঠিত হয়েছে, অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আমরা এটি থেকে মুক্তি এবং একই সঙ্গে আমাদের ভোটাধিকার নিশ্চিত ও গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে তা ফিরিয়ে আনতে আমাদের সার্বজনীনতা পায় সে লড়াই অব্যাহত থাকবে। এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এনসিপির নেতাদের পদত্যাগ বিষয়ে তিনি বলেন, ব্যক্তিগত জায়গা থেকে ব্যক্তিগত সিদ্ধান্তে অনেকেই পদত্যাগ করেছেন। কিন্তু আমরা মনে করি অনেক পার্টি এ ধরণের মত

ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে হাদি শহীদ হয়েছেন : হাসনাত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে শরীফ ওসমান হাদি শহীদ হয়েছেন। রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠা করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। দুর্নীতির বিরুদ্ধে জোটের যে মনোভাব সেটি আমরা প্রতিষ্ঠিত রাখবো। একই সাথে ইনসাফের প্রশ্নে আমাদের আনকম্প্রোমাইজিং অবস্থান থাকবে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মনোনয়নপত্র জমা দিয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ শাসন দেখেছি, সেটির কারণে আমরা মৌলিক মানবিক অধিকার বঞ্চিত হয়েছি। আমাদের মানবিক অধিকার লুণ্ঠিত হয়েছে, অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আমরা এটি থেকে মুক্তি এবং একই সঙ্গে আমাদের ভোটাধিকার নিশ্চিত ও গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে তা ফিরিয়ে আনতে আমাদের সার্বজনীনতা পায় সে লড়াই অব্যাহত থাকবে। এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য।

এনসিপির নেতাদের পদত্যাগ বিষয়ে তিনি বলেন, ব্যক্তিগত জায়গা থেকে ব্যক্তিগত সিদ্ধান্তে অনেকেই পদত্যাগ করেছেন। কিন্তু আমরা মনে করি অনেক পার্টি এ ধরণের মত পার্থক্যের কারণে ভাঙন এবং গড়ার মধ্য দিয়ে যায়। আমরা আমাদের জায়গা থেকে জুলাই পরবর্তী সময়ে যে আকাঙ্খা তৈরি হয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করা সেটির দিকে আমরা এগিয়ে যাব। আবার যখন কারও মনে হবে আবার যুক্ত হবে তখন তারা যুক্ত হবে। সে জায়গা থেকে ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা তা সম্মান জানাই। আমরা মনে করি নেতিবাচক প্রভাব পড়বে আমরা তা ইতিবাচক কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে সক্ষম হবো।

মনোনয়ন জমা দেয়ায় সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, দেবিদ্বার পৌর জামায়াতের আমির ফেরদৌস আহমেদ, জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বার উপজেলার প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার। এছাড়াও শহীদ পরিবারের সদস্য, জোট নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow