মানুষের কল্যাণে কাজ করা
হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘ইমানদার অন্যকে মহব্বত করে এবং তাকেও অন্যরা মহব্বত করে। আর যে অন্যকে মহব্বত করে না এবং তাকেও কেউ মহব্বত করে না তার ভেতর কোনো কল্যাণ নেই। সর্বোত্তম তো ওই ব্যক্তি, যে মানুষের জন্য বেশি থেকে বেশি কল্যাণকর হয়।’ (আল-জামেউস সাগির: ২/৬৬১) শিক্ষা ১. ইমানদার ব্যক্তির অন্যতম আলামত হচ্ছে সে সবার প্রতি মহব্বত ও ভালোবাসা লালন করবে। ফলে অন্যরাও তাকে মহব্বত করবে, ভালোবাসবে। ২. যার ভেতর ভালোবাসা নেই; অর্থাৎ সেও কাউকে ভালোবাসে না এবং তাকেও কেউ ভালোবাসে না, মূলত তার ভেতর কোনো কল্যাণ বা ভালো জিনিস নেই। ৩. আল্লাহর জন্য পরস্পরে ভালোবাসার সম্পর্ক রাখা আল্লাহর অনুগ্রহ লাভের মাধ্যম। হাশরের মাঠে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় লাভের উপায়। বান্দা এর মাধ্যমে পৃথিবীতে এবং পরকালে অশেষ কল্যাণ লাভ করে। ৪. যে ব্যক্তি মানুষের জন্য কল্যাণকর হয় তাকে পৃথিবীবাসীরা যেমন ভালোবাসে, সে আল্লাহর দৃষ্টিতেও সম্মান ও ভালোবাসার অধিকারী হয়।
হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘ইমানদার অন্যকে মহব্বত করে এবং তাকেও অন্যরা মহব্বত করে। আর যে অন্যকে মহব্বত করে না এবং তাকেও কেউ মহব্বত করে না তার ভেতর কোনো কল্যাণ নেই। সর্বোত্তম তো ওই ব্যক্তি, যে মানুষের জন্য বেশি থেকে বেশি কল্যাণকর হয়।’ (আল-জামেউস সাগির: ২/৬৬১)
শিক্ষা
১. ইমানদার ব্যক্তির অন্যতম আলামত হচ্ছে সে সবার প্রতি মহব্বত ও ভালোবাসা লালন করবে। ফলে অন্যরাও তাকে মহব্বত করবে, ভালোবাসবে।
২. যার ভেতর ভালোবাসা নেই; অর্থাৎ সেও কাউকে ভালোবাসে না এবং তাকেও কেউ ভালোবাসে না, মূলত তার ভেতর কোনো কল্যাণ বা ভালো জিনিস নেই।
৩. আল্লাহর জন্য পরস্পরে ভালোবাসার সম্পর্ক রাখা আল্লাহর অনুগ্রহ লাভের মাধ্যম। হাশরের মাঠে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় লাভের উপায়। বান্দা এর মাধ্যমে পৃথিবীতে এবং পরকালে অশেষ কল্যাণ লাভ করে।
৪. যে ব্যক্তি মানুষের জন্য কল্যাণকর হয় তাকে পৃথিবীবাসীরা যেমন ভালোবাসে, সে আল্লাহর দৃষ্টিতেও সম্মান ও ভালোবাসার অধিকারী হয়।
What's Your Reaction?