ইন্টারনেট নিয়ে বড় সুখবর, বিটিসিএলের নতুন ঘোষণা

সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। তবে এ ক্ষেত্রে গ্রাহকদের মাসিক খরচ অপরিবর্তিত রাখা হয়েছে। গ্রাহকদের উন্নত ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (আজ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এতে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা আরও দ্রুত, নির্ভরযোগ্য ও মানসম্মত ইন্টারনেট সেবা পাবেন, যা দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন শিক্ষা, দাপ্তরিক কার্যক্রম, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন স্মার্ট ও ডিজিটাল সেবা ব্যবহারে এই গতিবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্যাকেজ কাঠামো অনুযায়ী, মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে। একইভাবে ৫০০ টাকায় ১২ এমবিপিএসের ‘সুলভ-১২’ প্যাকেজটি ২৫ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২৫’ এবং ৫০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজটি ৫০ এমবিপিএসের ‘ক্যাম্পাস-৫০’ প্যাকেজে রূপান্তরিত হয়ে

ইন্টারনেট নিয়ে বড় সুখবর, বিটিসিএলের নতুন ঘোষণা

সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। তবে এ ক্ষেত্রে গ্রাহকদের মাসিক খরচ অপরিবর্তিত রাখা হয়েছে। গ্রাহকদের উন্নত ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (আজ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এতে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা আরও দ্রুত, নির্ভরযোগ্য ও মানসম্মত ইন্টারনেট সেবা পাবেন, যা দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।

বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন শিক্ষা, দাপ্তরিক কার্যক্রম, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন স্মার্ট ও ডিজিটাল সেবা ব্যবহারে এই গতিবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন প্যাকেজ কাঠামো অনুযায়ী, মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে। একইভাবে ৫০০ টাকায় ১২ এমবিপিএসের ‘সুলভ-১২’ প্যাকেজটি ২৫ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২৫’ এবং ৫০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজটি ৫০ এমবিপিএসের ‘ক্যাম্পাস-৫০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।

এ ছাড়া ৮০০ টাকায় ১৫ এমবিপিএস প্যাকেজের গতি বাড়িয়ে ৫০ এমবিপিএস, ১ হাজার ৫০ টাকায় ২০ এমবিপিএস প্যাকেজ ১০০ এমবিপিএস, ১ হাজার ১৫০ টাকায় ২৫ এমবিপিএস প্যাকেজ ১২০ এমবিপিএস এবং ১ হাজার ৩০০ টাকায় ৩০ এমবিপিএস প্যাকেজের গতি ১৩০ এমবিপিএসে উন্নীত করা হয়েছে।

সবচেয়ে উচ্চ গতির প্যাকেজগুলোর মধ্যে ১ হাজার ৫০০ টাকায় ৪০ এমবিপিএস প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস এবং ১ হাজার ৭০০ টাকায় ৫০ এমবিপিএস প্যাকেজটি ১৭০ এমবিপিএস গতিতে উন্নীত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow