ইবির সাইবার সিকিউরিটির নেতৃত্বে রিপন-সামিউল

শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি বিষয়ে দক্ষ করে তোলা, ক্যাম্পাসে নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত এবং সাইবার সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) "ইসলামী বিশ্ববিদ্যালয় সাইবার সিকিউরিটি সোসাইটির (IUCSS)" কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন আইসিটি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী *রিপন* এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী *সামিউল কোরেশী সৌরভ*। শনিবার (২৯ নভেম্বর) সংগঠনটির কাউন্সিলর অধ্যাপক ড. শিপন মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি *শাহিন রাজা*, যুগ্ম-সাধারণ সম্পাদক *সম্রাট ভক্ত*, কোষাধ্যক্ষ *উসামানুর রহমান বিপ্লব*, ইভেন্ট কো-অর্ডিনেটর *জুবায়ের আহমদ*, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর *চয়ন দত্ত উৎস*, মিডিয়া কো-অর্ডিনেটর *মিনহাজ তাজনিম* এবং মেম্বারশিপ কো-অর্ডিনেটর *নাহিদ কবির*। সংগঠনটির কার্যনির্বাহী সদস্যরা হলেন— *শাহজাহান সিরাজ*, *ইয়াসির আরাফাত*, *আব্দুল আলিম*, *রাকিবুল ইসলাম*, *আলতাফ হোসেন*, *আহমদ ইসরাফ*, *ইফতেখার আহমেদ* এবং *লিখন হোসেন*। সংগঠনটির প্রতিষ্ঠাতা সদ

ইবির সাইবার সিকিউরিটির নেতৃত্বে রিপন-সামিউল

শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি বিষয়ে দক্ষ করে তোলা, ক্যাম্পাসে নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত এবং সাইবার সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) "ইসলামী বিশ্ববিদ্যালয় সাইবার সিকিউরিটি সোসাইটির (IUCSS)" কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন আইসিটি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী *রিপন* এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী *সামিউল কোরেশী সৌরভ*। শনিবার (২৯ নভেম্বর) সংগঠনটির কাউন্সিলর অধ্যাপক ড. শিপন মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি *শাহিন রাজা*, যুগ্ম-সাধারণ সম্পাদক *সম্রাট ভক্ত*, কোষাধ্যক্ষ *উসামানুর রহমান বিপ্লব*, ইভেন্ট কো-অর্ডিনেটর *জুবায়ের আহমদ*, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর *চয়ন দত্ত উৎস*, মিডিয়া কো-অর্ডিনেটর *মিনহাজ তাজনিম* এবং মেম্বারশিপ কো-অর্ডিনেটর *নাহিদ কবির*।

সংগঠনটির কার্যনির্বাহী সদস্যরা হলেন— *শাহজাহান সিরাজ*, *ইয়াসির আরাফাত*, *আব্দুল আলিম*, *রাকিবুল ইসলাম*, *আলতাফ হোসেন*, *আহমদ ইসরাফ*, *ইফতেখার আহমেদ* এবং *লিখন হোসেন*।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যরা জানান, তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে সাইবার অপরাধ, ডেটা চুরি, ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও অনলাইন নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাইবার দক্ষতা অর্জনের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এখানে শুধু আইসিটি বা সিএসই বিভাগের শিক্ষার্থীরাই নয়, সাইবার সিকিউরিটিতে আগ্রহী যে কোনো বিভাগের শিক্ষার্থীরাই সোসাইটিতে অংশগ্রহণ করতে পারবেন।

নবনির্বাচিত সভাপতি রিপন বলেন, “ইবি শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটিতে দক্ষ করে তুলতে নিয়মিত ওয়ার্কশপ, ট্রেনিং, ক্যাপচার দ্য ফ্ল্যাগ (CTF) প্রতিযোগিতা, সাইবার সচেতনতা ক্যাম্পেইন এবং এথিকাল হ্যাকিং বিষয়ক সেমিনার আয়োজন করা হবে। শিগগিরই সোসাইটির উদ্বোধনী সেমিনার, সদস্য সংগ্রহ ও বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করব।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow