ইরাকের পূর্ণ নিয়ন্ত্রণে এখন সিরিয়া সীমান্ত

সিরিয়ার সঙ্গে সংযুক্ত পুরো সীমান্ত এখন ইরাকের পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ইরাক জানিয়েছে, অবৈধ সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ ঠেকানো এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরাকি সশস্ত্র বাহিনীর মুখপাত্র সাবাহ আল-নুমান শাফাক নিউজকে জানান, প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ ইরাক–সিরিয়া সীমান্তে কংক্রিট দেয়াল নির্মাণের কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। সীমান্তজুড়ে অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও লজিস্টিক সহায়তা বাড়ানো হয়েছে। তিনি বলেন, ইরাকি সেনাবাহিনী ও পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) যৌথভাবে স্থায়ী প্রতিরক্ষা লাইন ধরে রেখেছে।  তার দাবি, ইরাকের সব প্রতিবেশী দেশের সঙ্গেই সীমান্ত পরিস্থিতি এখন স্থিতিশীল। এরই মধ্যে পিএমএফ তাদের ২৫তম ব্রিগেড সীমান্তে মোতায়েন করেছে। এ মোতায়েন গোয়েন্দা তৎপরতা জোরদার ও মাঠপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করবে। এর আগে শিয়া নেতা মুকতাদা আল-সাদর সিরিয়া পরিস্থিতি নিয়ে সতর্ক করে দ্রুত সীমান্ত সুরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছিলেন। এদিকে উত্তর-পূর্ব সিরিয়ায় সাম্প্রতিক সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে। যদিও পরে

ইরাকের পূর্ণ নিয়ন্ত্রণে এখন সিরিয়া সীমান্ত
সিরিয়ার সঙ্গে সংযুক্ত পুরো সীমান্ত এখন ইরাকের পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ইরাক জানিয়েছে, অবৈধ সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ ঠেকানো এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরাকি সশস্ত্র বাহিনীর মুখপাত্র সাবাহ আল-নুমান শাফাক নিউজকে জানান, প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ ইরাক–সিরিয়া সীমান্তে কংক্রিট দেয়াল নির্মাণের কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। সীমান্তজুড়ে অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও লজিস্টিক সহায়তা বাড়ানো হয়েছে। তিনি বলেন, ইরাকি সেনাবাহিনী ও পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) যৌথভাবে স্থায়ী প্রতিরক্ষা লাইন ধরে রেখেছে।  তার দাবি, ইরাকের সব প্রতিবেশী দেশের সঙ্গেই সীমান্ত পরিস্থিতি এখন স্থিতিশীল। এরই মধ্যে পিএমএফ তাদের ২৫তম ব্রিগেড সীমান্তে মোতায়েন করেছে। এ মোতায়েন গোয়েন্দা তৎপরতা জোরদার ও মাঠপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করবে। এর আগে শিয়া নেতা মুকতাদা আল-সাদর সিরিয়া পরিস্থিতি নিয়ে সতর্ক করে দ্রুত সীমান্ত সুরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছিলেন। এদিকে উত্তর-পূর্ব সিরিয়ায় সাম্প্রতিক সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে। যদিও পরে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার ও কুর্দি বাহিনী এসডিএফের মধ্যে চুক্তির মাধ্যমে সংঘর্ষের অবসান হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow