ইরাক যুদ্ধের সঙ্গে ভেনেজুয়েলার তুলনা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিজের হাতে রাখবে এবং দেশটির জ্বালানি অবকাঠামো পুনর্গঠন করবে। ভেনেজুয়েলার পরিস্থিতির সঙ্গে ইরাক যুদ্ধের তুলনা টেনে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার এমএস নাও অনুষ্ঠানের উপস্থাপক জো স্কারবরোর সঙ্গে আলাপে ট্রাম্প এসব কথা বলেন। স্কারবরো জানান, ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেন। এ সময় ভেনেজুয়েলা শাসনব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এবং ইরাক আগ্রাসনের সঙ্গে এর মিল-অমিল বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। স্কারবরোর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প ২০০৩ সালের পর ইরাকে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের সঙ্গে ভেনেজুয়েলার পরিস্থিতির তুলনা নাকচ করেন। তেলের নিয়ন্ত্রণই দুই পরিস্থিতির মধ্যে মূল পার্থক্য বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরাকের ক্ষেত্রে পার্থক্য হলো—বুশ তেল রাখেননি। কিন্তু আমরা তেল রাখব। স্কারবরো আরও জানান, পরে ট্রাম্প প্রকাশ্যভাবেই তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। প্রেসিডেন্ট বলেন, আমি ২০১৬ সালেই বলেছিলাম, আমাদের তেল রাখা উচি

ইরাক যুদ্ধের সঙ্গে ভেনেজুয়েলার তুলনা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিজের হাতে রাখবে এবং দেশটির জ্বালানি অবকাঠামো পুনর্গঠন করবে। ভেনেজুয়েলার পরিস্থিতির সঙ্গে ইরাক যুদ্ধের তুলনা টেনে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার এমএস নাও অনুষ্ঠানের উপস্থাপক জো স্কারবরোর সঙ্গে আলাপে ট্রাম্প এসব কথা বলেন। স্কারবরো জানান, ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেন। এ সময় ভেনেজুয়েলা শাসনব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এবং ইরাক আগ্রাসনের সঙ্গে এর মিল-অমিল বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।

স্কারবরোর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প ২০০৩ সালের পর ইরাকে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের সঙ্গে ভেনেজুয়েলার পরিস্থিতির তুলনা নাকচ করেন। তেলের নিয়ন্ত্রণই দুই পরিস্থিতির মধ্যে মূল পার্থক্য বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরাকের ক্ষেত্রে পার্থক্য হলো—বুশ তেল রাখেননি। কিন্তু আমরা তেল রাখব।

স্কারবরো আরও জানান, পরে ট্রাম্প প্রকাশ্যভাবেই তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। প্রেসিডেন্ট বলেন, আমি ২০১৬ সালেই বলেছিলাম, আমাদের তেল রাখা উচিত ছিল। তখন এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। কিন্তু সত্যি বলতে, আমাদের তেল রাখা উচিত ছিল।

উল্লেখ্য, ওপেকের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত অপরিশোধিত তেলের মজুত রয়েছে। দেশটির তেল মজুতের পরিমাণ প্রায় ৩০৩ দশমিক ৮ বিলিয়ন ব্যারেল, যা বৈশ্বিক মোট তেল মজুতের প্রায় ১৯ দশমিক ৪ শতাংশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow