ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত

দক্ষিণ লেবাননের শহর টায়রে ইসরায়েল হামলা চালিয়েছে। এ হামলায় একজন টেলিভিশন উপস্থাপক নিহত হয়েছেন। তিনি লেবাননের আল-মানার টিভি স্টেশনে কাজ করতেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-জাজিরা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, সোমবার (২৬ জানুয়ারি) হিজবুল্লাহ সমর্থিত আল-মানার টিভি স্টেশনে কাজ করা উপস্থাপক আলী নুর আল-দিনকে হত্যা করা হয়। আল-মানার টিভি নিশ্চিত করেছে, টায়ারে হামলায় আল-দিন নিহত হয়েছেন, যিনি আগে আল-মানার চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করতেন। হিজবুল্লাহ তার হত্যাকে ‘বিশ্বাসঘাতক হত্যা’ বলে অভিহিত করেছে। লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস ইসরায়েলি এ হামলার নিন্দা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে এই ধরনের হামলা ‘সাংবাদিক বা মিডিয়া ক্রুদের কাউকেই রেহাই দিচ্ছে না’। মন্ত্রী বলেন, ‘আমরা মিডিয়া পরিবারের প্রতি আমাদের সংহতি ও সমবেদনা ঘোষণা করছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তার দায়িত্ব পুরোপুরি গ্রহণ করার জন্য এবং এই লঙ্ঘন বন্ধসহ লেবাননে মিডিয়া পেশাদারদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’ সোমবার (২৬ জানুয়ারি) আ

ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত

দক্ষিণ লেবাননের শহর টায়রে ইসরায়েল হামলা চালিয়েছে। এ হামলায় একজন টেলিভিশন উপস্থাপক নিহত হয়েছেন। তিনি লেবাননের আল-মানার টিভি স্টেশনে কাজ করতেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-জাজিরা।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, সোমবার (২৬ জানুয়ারি) হিজবুল্লাহ সমর্থিত আল-মানার টিভি স্টেশনে কাজ করা উপস্থাপক আলী নুর আল-দিনকে হত্যা করা হয়।

আল-মানার টিভি নিশ্চিত করেছে, টায়ারে হামলায় আল-দিন নিহত হয়েছেন, যিনি আগে আল-মানার চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করতেন। হিজবুল্লাহ তার হত্যাকে ‘বিশ্বাসঘাতক হত্যা’ বলে অভিহিত করেছে।

লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস ইসরায়েলি এ হামলার নিন্দা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে এই ধরনের হামলা ‘সাংবাদিক বা মিডিয়া ক্রুদের কাউকেই রেহাই দিচ্ছে না’।

মন্ত্রী বলেন, ‘আমরা মিডিয়া পরিবারের প্রতি আমাদের সংহতি ও সমবেদনা ঘোষণা করছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তার দায়িত্ব পুরোপুরি গ্রহণ করার জন্য এবং এই লঙ্ঘন বন্ধসহ লেবাননে মিডিয়া পেশাদারদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’

সোমবার (২৬ জানুয়ারি) আল-দিনের হত্যার আগে, ২০২৩ সাল থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন লেবাননের সাংবাদিক নিহত হয়েছিলেন, সাংবাদিকদের সুরক্ষা কমিটির একটি সমীক্ষা অনুসারে। অন্যান্য পর্যবেক্ষকরা লেবাননের সাংবাদিক নিহতের সংখ্যা ১০ বলে উল্লেখ করেছেন।

এর আগে সোমবার, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল যে টায়রে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন, যদিও তখনো নিহতের নাম ঘোষণা করেনি। মন্ত্রণালয় যোগ করেছে যে পৃথক ইসরায়েলি হামলায় নাবাতিহ শহরের কাছে কাফার রুম্মানে আরও দুজন নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী পরে আল-দিনের হত্যার কথা স্বীকার করেছে, যাকে তারা হিজবুল্লাহ সদস্য হিসেবে উল্লেখ করেছে। এ ছাড়া দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকায় আরও দুজনকে আঘাত করার কথাও স্বীকার করেছে ইসরায়েল।

সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow