এনসিপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটভুক্ত ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেছে জুলাই যোদ্ধা ও সিংড়ার সচেতন নাগরিক সমাজ। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা এনসিপির জেলা সমন্বয়ক জার্জিস কাদির বাবুকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে প্রার্থী হিসেবে তাকে বাতিল করার দাবি জানান। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গোলাম রাব্বানি, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, বায়োজিদ হোসেন, আল আমিনসহ অন্যরা। বক্তারা বলেন, নাটোর-৩ আসনের সাধারণ মানুষ এমন কাউকে প্রার্থী হিসেবে দেখতে চায় না, যিনি অতীতে বিতর্কিত ভূমিকা পালন করেছেন। এর আগে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তারা স্পষ্টভাবে এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবি জানান। অন্যদিকে একইদিন পৃথক আরেকটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন এনসিপির উপজেলা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান। তিনি বলেন, তাদের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে এবং এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

এনসিপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটভুক্ত ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেছে জুলাই যোদ্ধা ও সিংড়ার সচেতন নাগরিক সমাজ।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা এনসিপির জেলা সমন্বয়ক জার্জিস কাদির বাবুকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে প্রার্থী হিসেবে তাকে বাতিল করার দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গোলাম রাব্বানি, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, বায়োজিদ হোসেন, আল আমিনসহ অন্যরা।

বক্তারা বলেন, নাটোর-৩ আসনের সাধারণ মানুষ এমন কাউকে প্রার্থী হিসেবে দেখতে চায় না, যিনি অতীতে বিতর্কিত ভূমিকা পালন করেছেন।

এর আগে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তারা স্পষ্টভাবে এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

অন্যদিকে একইদিন পৃথক আরেকটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন এনসিপির উপজেলা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান।

তিনি বলেন, তাদের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে এবং এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow