এবার কোপা থেকেও রিয়ালের লজ্জার বিদায়

সুপারকোপায় বার্সেলোনার কাছে শিরোপা হারানোর হতাশা তখনও কাটেনি, তার মধ্যেই আরেকটি ধাক্কা। স্প্যানিশ ফুটবলের সবচেয়ে গৌরবময় ক্লাবটি যেন একের পর এক দুঃস্বপ্নে আটকে যাচ্ছে। সৌদি আরবে সুপারকোপা হাতছাড়া করার ক্ষত শুকানোর আগেই এবার কোপা দেল রে থেকেও বিদায়—তাও আবার তুলনামূলক দুর্বল আলবাসেতের কাছে। এক সপ্তাহের ব্যবধানে দুই ট্রফি থেকে ছিটকে যাওয়া শুধু পরাজয় নয়, রিয়াল মাদ্রিদের জন্য এটি এক গভীর অশনিসংকেত।    রিয়ালের বিদায়ে কোপা দেল রের রাউন্ড অব ১৬-এ ফুটবল মানচিত্রে সোনালি অক্ষরে নাম লেখাল আলবাসেতে। কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে নাটকীয় শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয় স্বাগতিকরা। ৯৪তম মিনিটে জেফথার দ্বিতীয় গোলই বেজে ওঠে রিয়ালের বিদায়ের ঘণ্টা।   রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়ার অভিষেকটাও এর ফলে হলো হতাশার। বল দখলে থাকলেও ধারহীনতা ও অনুপ্রেরণার অভাব স্পষ্ট ছিল মাদ্রিদের খেলায়। শুরুতে ভ্যালভের্দের দুটি দূরপাল্লার শট ছাড়া উল্লেখযোগ্য কিছু তৈরি করতে পারেনি অতিথিরা। উল্টো সংগঠিত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণে আলবাসেতে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।   ৪২ মিনিটে জাভি ভিলারের

এবার কোপা থেকেও রিয়ালের লজ্জার বিদায়
সুপারকোপায় বার্সেলোনার কাছে শিরোপা হারানোর হতাশা তখনও কাটেনি, তার মধ্যেই আরেকটি ধাক্কা। স্প্যানিশ ফুটবলের সবচেয়ে গৌরবময় ক্লাবটি যেন একের পর এক দুঃস্বপ্নে আটকে যাচ্ছে। সৌদি আরবে সুপারকোপা হাতছাড়া করার ক্ষত শুকানোর আগেই এবার কোপা দেল রে থেকেও বিদায়—তাও আবার তুলনামূলক দুর্বল আলবাসেতের কাছে। এক সপ্তাহের ব্যবধানে দুই ট্রফি থেকে ছিটকে যাওয়া শুধু পরাজয় নয়, রিয়াল মাদ্রিদের জন্য এটি এক গভীর অশনিসংকেত।    রিয়ালের বিদায়ে কোপা দেল রের রাউন্ড অব ১৬-এ ফুটবল মানচিত্রে সোনালি অক্ষরে নাম লেখাল আলবাসেতে। কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে নাটকীয় শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয় স্বাগতিকরা। ৯৪তম মিনিটে জেফথার দ্বিতীয় গোলই বেজে ওঠে রিয়ালের বিদায়ের ঘণ্টা।   রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়ার অভিষেকটাও এর ফলে হলো হতাশার। বল দখলে থাকলেও ধারহীনতা ও অনুপ্রেরণার অভাব স্পষ্ট ছিল মাদ্রিদের খেলায়। শুরুতে ভ্যালভের্দের দুটি দূরপাল্লার শট ছাড়া উল্লেখযোগ্য কিছু তৈরি করতে পারেনি অতিথিরা। উল্টো সংগঠিত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণে আলবাসেতে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।   ৪২ মিনিটে জাভি ভিলারের শক্তিশালী হেডারে এগিয়ে যায় আলবাসেতে (১-০)। তবে বিরতির ঠিক আগে কর্নার থেকে মাস্তান্তুয়োনের ট্যাপ-ইনে সমতা ফেরায় রিয়াল (১-১)। দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণে ওঠে-নামে, কিন্তু ম্যাচের মোড় ঘোরে কোচ আলবার্তো গঞ্জালেসের বদলিতে। রিকি, আগুস মেদিনা ও জেফথাকে নামিয়ে গতি ও তীক্ষ্ণতা বাড়ান তিনি।   ৮২ মিনিটে কর্নারের ঝামেলা থেকে জেফথার ভলিতে আবার এগিয়ে যায় আলবাসেতে (২-১)। রিয়াল তখন সব শক্তি ঢেলে দেয় আক্রমণে। ৯০+১ মিনিটে আরেক সেট-পিস থেকে গনসালো হেডে গোল করে সমতা আনেন (২-২) — মনে হচ্ছিল ম্যাচ যাবে অতিরিক্ত সময়ে। কিন্তু শেষ কথা বলেন জেফথাই। পাল্টা আক্রমণে প্রথম শট ঠেকালেও রিবাউন্ডে বাঁকানো শটে জালের কোণ খুঁজে নেন তিনি—৯০+৪ মিনিট, ৩-২। উল্লাসে ফেটে পড়ে বেলমন্তে।   এই হারে কোপা দেল রে থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। আলবাসেতের জন্য এটি ঐতিহাসিক রাত—শৃঙ্খলা, সাহস আর কার্যকর ফিনিশিংয়ের পুরস্কার তারা পেল শেষ বাঁশির সঙ্গে সঙ্গে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow