এমবিবিএস ও বিডিএস শিক্ষার মানোন্নয়নে ঢাবিতে মতবিনিময় অনুষ্ঠিত

এমবিবিএস ও বিডিএস শিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়ে অধিভুক্ত মেডিকেল কলেজসমূহের গভর্নিং বডির চেয়ারম্যান ও অধ্যক্ষরা অংশ নেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য চিকিৎসা পেশাকে সেবা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। মেডিকেল শিক্ষার আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করে ঢাবি উপাচার্য বলেন, এ লক্ষ্যে কারিকুলাম উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। দেশে উচ্চপর্যায়ের মেডিকেল শিক্ষার ক্ষেত্রে বিদ্যমান বাঁধাগুলো দূর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নীতি-নির্ধারকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের গুরুত্ব রয়েছে। মেডিকেল শিক্ষা ও মেডিকেল সেবা আমাদের জীবনের একটি অনুষঙ্গ। এটি মানব জীবনের অস্তিত্বেরও বাহক। তাই এ সেবার মানোন্নয়নে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এতে চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক

এমবিবিএস ও বিডিএস শিক্ষার মানোন্নয়নে ঢাবিতে মতবিনিময় অনুষ্ঠিত

এমবিবিএস ও বিডিএস শিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়ে অধিভুক্ত মেডিকেল কলেজসমূহের গভর্নিং বডির চেয়ারম্যান ও অধ্যক্ষরা অংশ নেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য চিকিৎসা পেশাকে সেবা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

মেডিকেল শিক্ষার আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করে ঢাবি উপাচার্য বলেন, এ লক্ষ্যে কারিকুলাম উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। দেশে উচ্চপর্যায়ের মেডিকেল শিক্ষার ক্ষেত্রে বিদ্যমান বাঁধাগুলো দূর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নীতি-নির্ধারকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের গুরুত্ব রয়েছে। মেডিকেল শিক্ষা ও মেডিকেল সেবা আমাদের জীবনের একটি অনুষঙ্গ। এটি মানব জীবনের অস্তিত্বেরও বাহক। তাই এ সেবার মানোন্নয়নে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

এতে চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোস্তাক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. কামরুল আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী বক্তব্য রাখেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow