এসএমইদের আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আন্তর্জাতিক লেনদেন আরও সহজ করতে নতুন ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কার্ডগুলোর উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম হাসান সাত্তার।
ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগ দেশের এসএমই উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক ব্যবসায়িক লেনদেন সহজ ও ঝামেলাহীন করার লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে। নির্বাচিত এসএমই গ্রাহকরা কার্ডের মাধ্যমে নির্ধারিত কোটার আওতায় বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে পারবেন। কার্ডগুলো পিওএস, এটিএম এবং ই-কমার্স লেনদেনে দেশ-বিদেশে ব্যবহারযোগ্য।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, এসএমই খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু। এই কার্ড সেবা তাদের আন্তর্জাতিক লেনদেন পরিচালনায় আরও সক্ষম করে তুলবে। আমরা এ উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আন্তর্জাতিক লেনদেন আরও সহজ করতে নতুন ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কার্ডগুলোর উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম হাসান সাত্তার।
ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগ দেশের এসএমই উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক ব্যবসায়িক লেনদেন সহজ ও ঝামেলাহীন করার লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে। নির্বাচিত এসএমই গ্রাহকরা কার্ডের মাধ্যমে নির্ধারিত কোটার আওতায় বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে পারবেন। কার্ডগুলো পিওএস, এটিএম এবং ই-কমার্স লেনদেনে দেশ-বিদেশে ব্যবহারযোগ্য।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, এসএমই খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু। এই কার্ড সেবা তাদের আন্তর্জাতিক লেনদেন পরিচালনায় আরও সক্ষম করে তুলবে। আমরা এ উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞ।
ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, এসএমইদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করতে ডিজিটাল পেমেন্ট সল্যুশন গুরুত্বপূর্ণ। ব্র্যাক ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা নিরাপদ ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্য পেমেন্ট সমাধান প্রদান করছি। এই উদ্যোগ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্র্যাক ব্যাংক জানায়, তাদের লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা প্রদানের মাধ্যমে এসএমই খাতকে সহায়তা করা এবং আন্তর্জাতিক বাজারে উদ্যোক্তাদের প্রবেশ সহজ করা।