‘ওসি সায়েদ-এএসআই বিশ্বজিৎ পেট্রোল ঢেলে মরদেহে আগুন দেন’
গণঅভ্যুত্থানে আশুলিয়া থানার তৎকালীন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ মিলে ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেন বলে জানিয়েছেন মামলার রাজসাক্ষী (অ্যাপ্রুভার) আবজালুল হক। বুধবার (১৯ নভেম্বর) আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো এবং একজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে জবানবন্দিতে এমন তথ্য জানান তিনি। জবানবন্দি দেওয়ার সময় ক্ষমা চান তিনি। এদিন ট্রাইব্যুনাল-২ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি পেশ করেন। এ মামলায় ২৩ নম্বর সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে গত বছরের ৫ আগস্ট ঘটে যাওয়া ঘটনা তুলে ধরেন নিজ থেকে এই মামলার রাজসাক্ষী হওয়া আবজালুল। যদিও ওই ৬ মরদেহ পোড়ানোর সময় তিনি ছিলেন না। তবে ১৫ আগস্ট নিজের ইস্যু করা অস্ত্র জমা দিতে এসে জানতে পারেন লাশ পুড়িয়ে দেওয়ার কথা। ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় পুড়িয়ে ফেলা শহীদদের জন্য কিছু করতে না পারায় তাদের পরিবারসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন রাজসাক্ষী শেখ আবজালুল হক। এর আগে, মঙ্গলবার (১৮ নভে
গণঅভ্যুত্থানে আশুলিয়া থানার তৎকালীন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ মিলে ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেন বলে জানিয়েছেন মামলার রাজসাক্ষী (অ্যাপ্রুভার) আবজালুল হক।
বুধবার (১৯ নভেম্বর) আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো এবং একজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে জবানবন্দিতে এমন তথ্য জানান তিনি। জবানবন্দি দেওয়ার সময় ক্ষমা চান তিনি।
এদিন ট্রাইব্যুনাল-২ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি পেশ করেন।
এ মামলায় ২৩ নম্বর সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে গত বছরের ৫ আগস্ট ঘটে যাওয়া ঘটনা তুলে ধরেন নিজ থেকে এই মামলার রাজসাক্ষী হওয়া আবজালুল। যদিও ওই ৬ মরদেহ পোড়ানোর সময় তিনি ছিলেন না। তবে ১৫ আগস্ট নিজের ইস্যু করা অস্ত্র জমা দিতে এসে জানতে পারেন লাশ পুড়িয়ে দেওয়ার কথা।
২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় পুড়িয়ে ফেলা শহীদদের জন্য কিছু করতে না পারায় তাদের পরিবারসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন রাজসাক্ষী শেখ আবজালুল হক।
এর আগে, মঙ্গলবার (১৮ নভেম্বর) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও তা অনুষ্ঠিত হয়নি।
এফএইচ/এএমএ/জেআইএম
What's Your Reaction?