কুকুর কামড়ে কান ছিঁড়ে নিল শিশুর, মালিক গ্রেপ্তার
কুকুরের আক্রমণে ছয় বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। এ সময় তার একটি কান সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় কুকুরের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার সন্ধ্যায় কুকুরটি হঠাৎ করে প্রতিবেশীর বাড়ি থেকে বেরিয়ে এসে শিশুটির ওপর আক্রমণ চালায়। কুকুরটি রাজেশ পাল নামে ৫০ বছরের এক টেইলরের মালিকানাধীন, যিনি পেশায় দর্জি। দিল্লির উত্তর-পশ্চিমের প্রেমনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে প্রেমনগর থানায় বিকেল ৫টা ৩৮ মিনিটে ফোন করা হয়। এ সময় গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এনডিটিভি জানিয়েছে, শিশুটি বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছে। কুকুরটি তার ডান কান ছিঁড়ে ফেলেছে। প্রতিবেশীদের সাহায্যে শিশুটির পরিবার কুকুরটিকে তাড়িয়ে তাকে মুক্ত করতে সক্ষম হয় এবং শিশুটিকে দ্রুত বিএসএ হাসপাতাল, রোহিণী নিয়ে যাওয়া হয়। পরে তাকে সাফদরজং হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। প্রাথমিক তদন্তে জানা যায়, কুকুরটি প্রায় দেড় ব
কুকুরের আক্রমণে ছয় বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। এ সময় তার একটি কান সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় কুকুরের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার সন্ধ্যায় কুকুরটি হঠাৎ করে প্রতিবেশীর বাড়ি থেকে বেরিয়ে এসে শিশুটির ওপর আক্রমণ চালায়। কুকুরটি রাজেশ পাল নামে ৫০ বছরের এক টেইলরের মালিকানাধীন, যিনি পেশায় দর্জি। দিল্লির উত্তর-পশ্চিমের প্রেমনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে প্রেমনগর থানায় বিকেল ৫টা ৩৮ মিনিটে ফোন করা হয়। এ সময় গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, শিশুটি বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছে। কুকুরটি তার ডান কান ছিঁড়ে ফেলেছে। প্রতিবেশীদের সাহায্যে শিশুটির পরিবার কুকুরটিকে তাড়িয়ে তাকে মুক্ত করতে সক্ষম হয় এবং শিশুটিকে দ্রুত বিএসএ হাসপাতাল, রোহিণী নিয়ে যাওয়া হয়। পরে তাকে সাফদরজং হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, কুকুরটি প্রায় দেড় বছর আগে রাজেশ পালের ছেলে সাচিন পাল তার বাড়িতে নিয়ে এসেছিল। বর্তমানে সাচিন পাল একটি খুনের চেষ্টা মামলায় কারাগারে রয়েছেন।
পুলিশ শিশুটির চিকিৎসার তথ্য সংগ্রহ করেছে এবং শিশুটির বাবা দিনেশের জবানবন্দি রেকর্ড করেছে। তিনি একটি বেসরকারি ফ্যাক্টরিতে কাজ করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ এবং চিকিৎসা প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রেমনগর থানায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় কুকুরের মালিক রাজেশ পালকে গ্রেপ্তার করা হয়েছে।
What's Your Reaction?