কক্সবাজারে সাগরপথে পণ্য পাচারকালে ৯ জন আটক

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন সাগর এলাকায় ট্রলারযোগে মাদকের বিনিময়ে বিভিন্ন পণ্য মিয়ানমারে পাচারের সময় ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সিয়াম উল হক। তিনি জানান, আটক ব্যক্তিরা কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সোমবার বিকেলে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন সাগর এলাকায় মাছ ধরার ছদ্মবেশে থাকা একটি ট্রলারকে থামার নির্দেশ দেয় কোস্ট গার্ড। কিন্তু ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া চালিয়ে জব্দ করা হয়। ট্রলারটিতে জেলের বেশে থাকা ৯ জনকে আটক করা হয়। তল্লাশিতে পাওয়া যায় ২৯ বস্তা ময়দা, ২৮ হাজার গ্যাস লাইটার, ৪ হাজার ৮০০ প্যাকেট কয়েল, ২৮ বস্তা রসুন, ৬২৪ প্যাকেট সাবান, ৭০ বস্তা সার ও ৯৬ বোতল সয়াবিন তেল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা। লে. কমান্ডার সিয়াম উল হক বলেন, ‘আটক ব্যক্তিরা জানিয়েছে, ট্রলারযোগে এসব পণ্য মিয়ানমারে পাচারের কথা ছিল। আর এসব পণ্যের বিনিময়ে মাদকের চালান এসে পৌঁছানোর কথা ছিল।’ ঘটনার বিষয়ে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে

কক্সবাজারে সাগরপথে পণ্য পাচারকালে ৯ জন আটক

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন সাগর এলাকায় ট্রলারযোগে মাদকের বিনিময়ে বিভিন্ন পণ্য মিয়ানমারে পাচারের সময় ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সিয়াম উল হক।

তিনি জানান, আটক ব্যক্তিরা কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সোমবার বিকেলে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন সাগর এলাকায় মাছ ধরার ছদ্মবেশে থাকা একটি ট্রলারকে থামার নির্দেশ দেয় কোস্ট গার্ড। কিন্তু ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া চালিয়ে জব্দ করা হয়।

ট্রলারটিতে জেলের বেশে থাকা ৯ জনকে আটক করা হয়। তল্লাশিতে পাওয়া যায় ২৯ বস্তা ময়দা, ২৮ হাজার গ্যাস লাইটার, ৪ হাজার ৮০০ প্যাকেট কয়েল, ২৮ বস্তা রসুন, ৬২৪ প্যাকেট সাবান, ৭০ বস্তা সার ও ৯৬ বোতল সয়াবিন তেল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা।

লে. কমান্ডার সিয়াম উল হক বলেন, ‘আটক ব্যক্তিরা জানিয়েছে, ট্রলারযোগে এসব পণ্য মিয়ানমারে পাচারের কথা ছিল। আর এসব পণ্যের বিনিময়ে মাদকের চালান এসে পৌঁছানোর কথা ছিল।’

ঘটনার বিষয়ে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow