কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারীর ২ পা বিচ্ছিন্ন

চট্টগ্রামে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন ঢালিয়াপাড়ার টেকপাড়ার কাছে এ ঘটনা ঘটে।  গুরুতর আহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী সোলেমান বলেন, হঠাৎ দেখি ট্রেনের হর্ন বাজছে। ওই নারী রেললাইনের ওপর ছিলেন। ট্রেনটা খুব গতিতে আসছিল। তিনি সরে আসার আগেই ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যেই রেললাইনে রক্ত আর চিৎকারে ভয়াবহ অবস্থা তৈরি হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এখনো তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল কাশেম কালবেলাকে বলেন, চলন্ত ট্রেনের ধাক্কায় আহত ওই নারীর দুই পা ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায়। তার আনুমানিক বয়স প্রায় ৩৫ বছর। তবে এখনো তার নাম-ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার পর থেকে তিনি অচেতন অবস্থায় রয়েছেন।  তিনি আরও বলেন, আহত নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাত

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারীর ২ পা বিচ্ছিন্ন

চট্টগ্রামে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন ঢালিয়াপাড়ার টেকপাড়ার কাছে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী সোলেমান বলেন, হঠাৎ দেখি ট্রেনের হর্ন বাজছে। ওই নারী রেললাইনের ওপর ছিলেন। ট্রেনটা খুব গতিতে আসছিল। তিনি সরে আসার আগেই ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যেই রেললাইনে রক্ত আর চিৎকারে ভয়াবহ অবস্থা তৈরি হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এখনো তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল কাশেম কালবেলাকে বলেন, চলন্ত ট্রেনের ধাক্কায় আহত ওই নারীর দুই পা ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায়। তার আনুমানিক বয়স প্রায় ৩৫ বছর। তবে এখনো তার নাম-ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার পর থেকে তিনি অচেতন অবস্থায় রয়েছেন। 

তিনি আরও বলেন, আহত নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিচয় শনাক্তে পুলিশ উদ্যোগ নিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow