কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি মুরাদ হোসেন (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। মুরাদ হোসেন মিরপুর পাইকপাড়া এলাকার আমজাদ হোসেন শিকদারের ছেলে। তিনি মিরপুর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগ থেকে নির্বাচিত মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার আব্দুল্লাহ আল মামুন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, মুরাদ হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। মিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতারের পর আদালতে পাঠায়। পরে আদালত তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা- নিরীক্ষা করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি মুরাদ হোসেন (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

মুরাদ হোসেন মিরপুর পাইকপাড়া এলাকার আমজাদ হোসেন শিকদারের ছেলে। তিনি মিরপুর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগ থেকে নির্বাচিত মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার আব্দুল্লাহ আল মামুন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, মুরাদ হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। মিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতারের পর আদালতে পাঠায়। পরে আদালত তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা- নিরীক্ষা করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

আমিনুল ইসলাম/এসআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow